1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ওয়ান্ডার ওম্যান’

৩ আগস্ট ২০১৩

তাঁর নতুন ডাকনাম ‘ওয়ান্ডার ওম্যান’৷ সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও বিস্ময় জাগিয়ে সেই নামের সার্থকতা প্রমাণ করে চলেছেন মিসি ফ্রাংকলিন৷ লন্ডন অলিম্পিকের সাফল্যকেও ম্লান করে দিতে পারেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু৷

https://p.dw.com/p/19J3A
US swimmer Missy Franklin (C) poses on the podium with the gold medal flanked by silver medalist (R) Russia's Anastasia Zueva and bronze medalist (R) US swimmer Elizabeth Beisel after winning the women's 200m backstroke final swimming event at the London 2012 Olympic Games on August 3, 2012 in London. AFP PHOTO / FABRICE COFFRINI (Photo credit should read FABRICE COFFRINI/AFP/GettyImages)
ছবি: Fabrice Coffrini/AFP/Getty Images

লন্ডন অলিম্পিকের পর থেকেই তাঁর নতুন নাম ‘ওয়ান্ডার ওম্যান'৷ সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও বিস্ময় জাগিয়ে সেই নামের সার্থকতা প্রমাণ করে চলেছেন মিসি ফ্রাংকলিন৷ লন্ডন অলিম্পিকের সাফল্যকেও ম্লান করে দিতে পারেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু৷

গত বছর মাত্র ১৭ বছর বয়সেই তাক লাগিয়ে দিয়েছিলেন মিসি ফ্রাংকলিন৷ লন্ডন অলিম্পিক থেকে চারটি সোনাসহ মোট পাঁচটি পদক নিয়ে দেশে ফেরার পর থেকে পুরস্কারের যেন ঢল নামে৷ দীর্ঘ তালিকা থেকে বাকি সব বাদ দিলেও অষ্টাদশী মিসির যুক্তরাষ্ট্রের বর্ষসেরা সাঁতারু, বিশ্বসেরা সাঁতারু হওয়ার কথা বলতেই হবে৷ আরো একটা কথা না বললেই নয়৷ মিসি ফ্রাংকলিন কিন্তু টাকার জন্য কিংবা শুধু খ্যাতির জন্য সাঁতারে আসেননি৷ মাত্র ১৮ বছরেই এত খ্যাতি অর্জনের পরও কোনো এনডোর্সমেন্ট চুক্তিতে যাননা, প্রাইজমানি দিলেও নেননা মিসি ফ্রাংকলিন!

তাঁর আনন্দ দেশের জন্য সম্মান বয়ে আনায়৷ এবার বার্সেলোনায় অনুষ্ঠানরত সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও যুক্তরাষ্ট্রের জন্য অনেক সম্মান বয়ে এনেছেন মিসি৷ চারটি সোনা জেতা সারা৷ লন্ডন অলিম্পিকের মতো পাঁচটি পদক জেতা তো সম্ভবই, পদক সংখ্যা ছয়েও গিয়ে ঠেকতে পারে৷ শেষ পর্যন্ত তা না হলেও অসুবিধা নেই৷ দুটি ইভেন্ট বাকি থাকতেই ক্যানাডিয়ান বাবা-মা-এর সন্তান মিসি আবার প্রমাণ করেছেন সবাই তাঁকে এমনি এমনি ‘ওয়ান্ডার ওম্যান', ‘মিসাইল মিসি' বা ‘মিসি দ্য মিসাইল' নামে ডাকে না৷ তাঁকে মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক, ২০০ মিটার ফ্রিস্টাইল এবং 8x১০০ মিটার ফ্রিস্টাইলের পর শুক্রবার ৪x২০০ মিটার ফ্রিস্টাইলেরও সোনা জিততে দেখে অস্ট্রেলিয়ার সাঁতারু কেট ক্যাম্পবেল তো বলেই ফেলেছেন, ‘‘মিসি বুঝিয়ে দিয়েছে যে ও সত্যিকারের ওয়ান্ডার ওম্যান৷''

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য