1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব মা দিবসে বলিউড তারকাদের শ্রদ্ধার্ঘ

৯ মে ২০১১

ধূলির এই ধরায় আগমনের মাধ্যম ‘মা’র প্রতি বিশেষ সম্মান জানানোর একটি দিন বিশ্ব ‘মা’ দিবস৷ ৮ মে রোববার বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হলো বিশ্ব মা দিবস৷

https://p.dw.com/p/11Bp2
ছবি: AP

বিভিন্ন সূত্রে জানা যায়, মা দিবস উদযাপন প্রথম শুরু হয় গ্রিসে৷ গ্রিকরা তাদের মাতা-দেবীর পূজা করত৷ যার নাম হল ‘রিয়া'৷ এটা তারা বসন্তকালীন উৎসবের একটি অংশ হিসাবে উদযাপন করত৷ অ্যামেরিকান কংগ্রেস ১৯১৩ সালের ১০ মে মা দিবসকে সরকারিভাবে পালনের অনুমোদন দেয়৷ অ্যামেরিকার অনুকরণে মেক্সিকো, ক্যানাডা, লাতিন আমেরিকা, চীন, জাপান ও আফ্রিকার বিভিন্ন দেশে শুরু হয় মা দিবস পালন৷

যাহোক, এ বছরের মা দিবসে অন্যান্যের সাথে নিজেদের মায়ের প্রতি অফুরন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা জানালেন বলিউড তারকারা৷ অভিনেতা বিবেক ওবেরয় টুইটারে লিখেছেন, ‘‘প্রভূ সব জায়গায় হাজির থাকতে পারবেন না বলেই তিনি মায়েদের সৃষ্টি করেছেন৷ মা তোমায় আমরা প্রচণ্ড ভালোবাসি৷'' নায়িকা বিপাশা বসুর টুইট, ‘‘মা৷ তুমি মহিয়সী নারী৷ আমাদের জীবনের সবচেয়ে স্বার্থহীন ব্যক্তি তুমি৷ তোমার প্রতি শ্রদ্ধা জানাই শুধু আজ নয়, প্রতিদিন৷''

মা দিবসে টুইটার ও ফেসবুকে নানা মধুর বাণী লিখে মায়ের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করলেন চলচ্চিত্র নির্মাতা মধুর ভন্দর্কর ও রাম গোপাল ভার্মা, অভিনেত্রী লরা দত্ত ও দিয়া মির্জা, নায়ক শহিদ কাপুর ও নিতিন মুখেশ, রিতিশ দেশমুখ এবং সুরস্রষ্টা শেখর রাভিজানিসহ আরো অনেকে৷

এদিকে, মা দিবস উপলক্ষ্যে বিশ্বের ১৬৪টি দেশের তথ্য-উপাত্ত ও পরিস্থিতি পর্যালোচনা করে তৈরি সমীক্ষার ফল প্রকাশ করল আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিল্ড্রেন৷ তাদের ১২তম বার্ষিক মাতৃসূচকে উঠে এসেছে মায়ের জন্য বিশ্বের সবচেয়ে অনুকূল ও প্রতিকূল দেশের নাম৷ এতে মা এবং শিশুর জন্য বিশ্বের সেরা স্থান হিসেবে চিহ্নিত হয়েছে নরওয়ে৷

সেখানে মাতৃ ও শিশু মৃত্যুর হার সবচেয়ে কম৷ নারীদের আয়ুষ্কাল এবং শিক্ষাজীবন সবচেয়ে দীর্ঘ৷ এছাড়া নরওয়েতে মাতৃকালীন ছুটি প্রায় এক বছর৷ তবে নরওয়ের কাছাকাছি পর্যায়েই রয়েছে অস্ট্রেলিয়া এবং আইসল্যান্ড৷ অন্যদিকে, মা এবং শিশুদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ আফগানিস্তান৷ আর এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ৩১তম৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক