1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিষন্নতায় ভোগা মানুষরা অন্যদের তুলনায় বেশি চকলেট পছন্দ করে

২৮ এপ্রিল ২০১০

মার্কিন গবেষকদের সদ্য প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, বিষন্নতায় ভোগা মানুষ প্রতি মাসে গড়ে ৮ দশমিক ৪টি চকোলেট খায়৷ যেখানে, পক্ষান্তরে অন্যদের সংখ্যা মাত্র ৫ দশমিক ৪৷

https://p.dw.com/p/N8NQ
ছবি: AP

এখানেই শেষ নয়, জানা গেছে, যারা অতিমাত্রায় বিষন্নতায় ভূগছে - তারা প্রতি মাসে গড়ে ১১ দশমিক ৮টি চকলেট খেয়ে থাকে৷ ‘আর্কাইভ অফ ইন্টারনাল মেডিসিন'-এ প্রকাশিত ঐ প্রতিবেদনে গবেষকরা বলেন, ‘বিষন্ন মনের সঙ্গে নাকি সুষ্পষ্টভাবেই বেশি চকলেট খাওয়ার একটা সম্পর্ক রয়েছে'৷

গবেষকরা জানান, ‘অনেক মানুষই ভাবেন চকলেট মন ভাল করে দেয়৷ তবে এ দুয়ের মধ্যে সম্পর্কের বিষয়টি সম্পর্কে কেবল অল্প কয়েকটি গবেষণার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে৷ মার্কিন গবেষকরা ৯৩১ জন নারী ও পুরুষের মধ্যে এই গবেষণাটি চালান৷ দেখেন, তারা কি পরিমাণ চকোলেট খায়৷ এরপর, তাদের সব ধরনের খাবার সম্পর্কে একটি প্রশ্নপত্রেরও উত্তর দিতে হয়৷ আর তখনই স্পষ্ট হয়ে ওঠে ঐ ব্যাপারটা৷

অবশ্য, হতাশ মানুষ কেন বেশি চকোলেট খায় সে ব্যাপারে এই গবেষণা প্রতিবেদনটিতে কিন্তু কিছু বলা হয়নি৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক