1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিষাদগ্রস্ত অবস্থা থেকে ফিরে এসেছেন শাহরুখ খান

২১ ডিসেম্বর ২০১০

বলিউড স্টার শাহরুখ খান বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন৷ কিন্তু তিনি এখন আবারো পূর্ণ উদ্যমে ফিরে এসেছেন বলে জানিয়েছেন৷ আইবিএন লাইভ ডট কম-এর সাথে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউড কিং নিজেই এই কথা বলেছেন৷

https://p.dw.com/p/QhJm
শাহরুখ খানছবি: AP

শাহরুখ খান বলেন, ‘‘আমি এখন অনেক বেশি সুস্থ এবং তরতাজা বোধ করছি৷ ইনজুরির কারণে কষ্ট পেয়েছি৷ সেই বোধ থেকেই বিষাদগ্রস্ত হয়ে পড়ি আমি৷ কিন্তু এখন আমি ঐ অবস্থা থেকে বের হয়ে এসেছি৷''

২০০৮ সালে শুটিং-এর সময়ে বলিউড কিং-এর ঘাড়ের রগে টান পড়ে৷ ২০০৯ সালের প্রথম দিকে সেইজন্যে তাঁকে অস্ত্রোপচার করতে হয়৷ বিভিন্ন বিতর্ককে কীভাবে তিনি মোকাবেলা করেন, এই প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, তিনি প্রকাশের ধরণটাই হারিয়ে ফেলেন, এবং এই কারণে মানুষ তাকে ভুল বোঝে৷

এই বলিউড স্টার বলেন, ‘‘ছবিতে আমি খুবই আলাদা একজন মানুষ৷ অভিনয়ের সময়ে আমার কন্ঠ সুউচ্চ এবং সহজেই সব কিছু প্রকাশ করতে পারি, কিন্তু ব্যক্তিগত জীবনে আমি নিজেকে গুটিয়ে রাখি৷ আমি আমার ভেতরের অনুভূতি প্রকাশের সময়ে সমস্যায় পড়ি৷ আসলে আমি লাজুক, চুপচাপ, ব্যক্তি হিসেবে একা৷'' বলিউড কিং বলেন, ‘‘এই স্বভাবের কারণে গর্ব বোধ করার কিছু নেই, কিন্তু আমার ভালোবাসা, বন্ধুত্ব, রাগ এবং দুঃখ প্রকাশ সঠিকভাবে করতে না পারার কারণে মানুষ আমাকে ভুল বোঝে৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক