1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুক ভাঙা আবেগ

২০ মার্চ ২০১১

একদিকে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নিল৷ অন্যদিকে অস্ট্রেলিয়ার একটানা জয়ের পর্যায়টি ভাঙল শেষমেষ পাকিস্তান৷ ইংরিজি বার্তা সংস্থাগুলোও ১৬২ মিলিয়ন বাংলাদেশির বুক ভেঙে যাওয়ার কথা লিখেছে৷

https://p.dw.com/p/10cpa
এ’ যাত্রা এখানেই শেষছবি: bdnews24.com

ক্রিকেটে আবেগের স্থানটা যে কোথায়, হেরে গিয়েও যেন সেটা দেখিয়ে দিল বাংলাদেশ৷ ইমোশনস, দ্যাট টু ইজ ক্রিকেট - এছাড়া আর কি বলা যেতে পারে৷ তবে জাতির প্রত্যাশা যখন পর্বতপ্রমাণ স্নায়বিক চাপ হয়ে ওঠে, তখন দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিবর্তে ঠিক তার বিপরীতটাই ঘটতে পারে৷ এক মাস ধরে বিশ্বকাপের এই চরম উত্তজনাপূর্ণ নাটক চলেছে, চলেছে গণমাধ্যমের তীব্র ফোকাস৷ এখন অঘটন তো ঘটবেই৷ যাই হোক, দক্ষিণ আফ্রিকাই ভারত, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কোয়ার্টার ফাইনালে ওঠার পথটা প্রশস্ত করে দিল৷

১৯৯৯ সাল থেকে অস্ট্রেলিয়া ৩৪টি ম্যাচে বিশ্বকাপে শুধু জিতেই চলেছে৷ এবার কলম্বোয় ক্যাপ্টেন রিকি পন্টিং'কে সেই ধাক্কাটা খেতে হল৷ পাকিস্তানের ছ'জন বোলারের প্রত্যেকেই কারোর না কারো মাথা নিয়েছে৷ কাজেই চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে মাত্র ১৭৬ রানেই মাঠ ছাড়তে হল৷

অস্ট্রেলিয়ান বোলাররাও তাদের সাধ্যমতো করেছেন৷ ব্রেট লি ২৮ রান দিয়ে চারটে উইকেট নিয়েছেন৷ কিন্তু অন্যদিকে শাফিক আর আকমল মিলেই পাকিস্তানকে পাক্কা ৯০ রান দিয়েছেন৷ কাজেই ন' ওভার বাকি থাকতে চার উইকোটে জিতে পাকিস্তান একেবারে সোজা গ্রুপ এ'র শীর্ষে৷

আজ চেন্নাই'তে ভারতের ওয়েস্ট ইন্ডিজকে হারাতে বিশেষ বেগ পাওয়ার কথা নয় - অবশ্য যদি তাদের মিডল অর্ডার আবার মচকে না যায়৷ ভারত এবার মিডল অর্ডারে সুরেশ রায়না'কে খেলাবে বলে শোনা যাচ্ছে, যেমন অফ-স্পিনার রভিচন্দ্রন অশভিন'ও একটা সুযোগ পাবে৷ ওপেনার ভিরেন্দর সেহবাগের ডান হাঁটুর নাকি সমস্যা রয়েছে, কাজেই সে ঝুঁকি হয়তো নেওয়া হবে না৷ ওদিকে ওয়েস্ট ইন্ডিজ আবার তাদের প্রবীণ মহারথী শিভনারাইন চন্দেরপাল'কে নামিয়ে নড়বড়ে ব্যাটিং কিছুটা শক্ত করতে পারে৷ চন্দেরপাল খুঁটি গেড়ে দাঁড়িয়ে থাকবেন, ক্রিস গেইল আর কিরন পলার্ড তাদের স্ট্রোক প্লে দেখাবেন৷

ও হ্যাঁ, জিমবাবওয়ে আর কেনিয়ারও একটা খেলা আছে৷ কলকাতায়!

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়