1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুড়িগঙ্গায় চালু হলো ওয়াটার বাস

২৯ আগস্ট ২০১০

রাজধানীতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ওয়াটার বাসের কার্যক্রম৷ প্রাথমিকভাবে গাবতলী ও সদরঘাটের মধ্যে দুটি ওয়াটার বাস চলাচল শুরু করেছে৷ এই খবরটি মোটামুটি সব পত্রিকাতেই আছে৷

https://p.dw.com/p/OygO
ছবি: AP

কোনটাতে আবার ছবিসহও ছাপা হয়েছে খবরটি৷ বলা হচ্ছে, ঢাকার রাস্তায় যানজট কমাতে এই ওয়াটার বাসগুলো সাহায্য করবে৷ ইত্তেফাক বলছে, ওয়াটার বাসে করে সদরঘাট থেকে গাবতলী যেতে সময় লাগবে মাত্র আধা ঘন্টা৷ যেখানে সড়কপথে এখন সময় লাগে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা৷ আর ভাড়া ত্রিশ টাকা৷

সমকাল বলছে, সরকারিভাবেই এবার সিএনজি'র ভাড়া দ্বিগুন করা হচ্ছে৷ বিষয়টা এরকম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অর্থাৎ বিআরটিএ'র পক্ষ থেকে প্রথম দুই কিলোমিটারের ভাড়া ১৪ থেকে বাড়িয়ে ২৫ টাকা আর পরবর্তী কিলোমিটারের ভাড়া ৬ থেকে বাড়িয়ে ৭ টাকা করার সুপারিশ করা হয়েছে৷ এছাড়া জমার টাকা ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হচ্ছে৷

বিডিনিউজ২৪ ডটকমের খবর, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গত শুক্রবার দিগন্ত টেলিভিশনের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে গিয়েছিলেন৷ এই দিগন্ত টিভির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মীর কাশেমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে৷ তাই তাঁর টিভি চ্যানেলের অনুষ্ঠানে সরকারের এক মন্ত্রীর উপস্থিতি যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন অনেকে৷ এছাড়া প্রথম আলো আলোচিত বিজিএমইএ ভবন নিয়ে একটি প্রতিবেদন ছেপেছে৷ তারা বলছে, হাতিরঝিল প্রকল্পের মাঝখানে থাকা এই ভবনটি ভাঙা হবে কিনা তা নিয়ে দোটানায় রয়েছে সবাই৷ কালের কন্ঠ তাদের প্রধান প্রতিবেদনে জানিয়েছে অবৈধ সামরিক শাসকদের বিচারে মহাজোট নেতারা সোচ্চার হলেও চুপ রয়েছে সরকার, বিএনপি ও জাতীয় পার্টি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম