1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুধবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ

১৮ মে ২০১০

বুধবার অনুষ্ঠিত হচ্ছে প্রধান বিরোধী দল বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ৷ এর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান৷

https://p.dw.com/p/NR86
বুধবার মহাসমাবেশ থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানাবেন খালেদা জিয়াছবি: Harun Ur Rashid Swapan

নজরুল ইসলাম খান বলেন, দলের চেয়ারপার্সন এই মহাসমাবেশ থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানাবেন৷

মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় পল্টনে৷ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত হয়েছে৷ দেশ ও জাতীয় স্বার্থ রক্ষায় ও জনগণের দুঃখ দুর্দশা লাঘবে এই মহাসমাবেশ থেকে সরকার বিরোধী আন্দোলনের ডাক দেবেন বেগম জিয়া৷

তবে সরকার মহাসমাবেশকে ব্যাহত করতে নানা তৎপরতা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা৷ তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে গণতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম করছে৷ অথচ তাদের এই শান্তিপূর্ণ কার্যক্রমে বাধা দিচ্ছে সরকার৷

এদিকে, সংবাদ সম্মেলনের পরপর পুলিশ ও ব়্যাবের টিম পল্টন ময়দানের সমাবেশ স্থল পরিদর্শন করেন৷ মহাসমাবেশে যাতে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন