1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগায় আবার ওলোটপালোট

২৮ মার্চ ২০১০

এর আগের সপ্তাহান্তে ফ্রাঙ্কফুর্টের কাছে হারার পর বায়ার্ন মিউনিখ যে এই শনিবারেও স্টুটগার্টের কাছে ১-২ গোলে হারবে, সেটা বোধহয় কোচ লুইস ফ্যান গাল-এর হিসেবের মধ্যে ছিল না৷

https://p.dw.com/p/Mg2A
লেভারকুজেনের বিরুদ্ধে ম্যাচে শালকে দলের কেভিন কুরানি
লেভারকুজেনের বিরুদ্ধে ম্যাচে শালকে দলের কেভিন কুরানিছবি: AP

অথচ খেলাটা হয় বায়ার্ন জার্মান কাপের সেমিফাইনালে শালকে'কে ১-০ গোলে হারানোর তিন দিন পরে – এবং বায়ার্ন চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড-এর বিরুদ্ধে মাঠে নামার তিন দিন আগে৷ কাজেই ফ্যান গালের মনের অবস্থাটা নিশ্চয় অনেকটা বায়ার্নের ফর্মের মতোই – এক কথায়, কিছুটা অনিশ্চিত৷

সেই শালকে'ই আবার শনিবার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেভারকুজেনকে ২-০ গোলে হারিয়ে পয়েন্টের তালিকায় শীর্ষস্থানটি বায়ার্নের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে৷ শালকে এখন বায়ার্নের চেয়ে দু'পয়েন্টে এগিয়ে৷ তার পরে আসছে লেভারকুজেন, কিন্তু পাঁচ পয়েন্ট পিছিয়ে৷

জার্মান কাপের ফাইনালে বায়ার্নের প্রতিযোগী হবে ভ্যার্ডার ব্রেমেন৷ সেই ব্রেমেন গতকাল বেশ মাথার ঘাম পায়ে ফেলেই নুরেমবার্গ'কে হারিয়েছে ৪-২ গোলে৷ তালিকার তলানি যে হ্যার্টা বার্লিন গত সপ্তাহান্তে ভল্ফসবুর্গ'কে ৫-১ গোলে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল, তারা এবার ডর্টমুন্ডের বিরুদ্ধে গোলশূণ্য ড্র'র বেশী কিছু করতে পারেনি৷

ভল্ফসবুর্গ এবার মাইঞ্জ'কে হারিয়েছে ২-০ গোলে৷ দু'টি গোলই দেয় এডিন জেকো৷ এছাড়া কোলোন হানোফার'কে হারায় ৪-১ গোলে৷ হানোফারের সামনে এখন রেলিগেশনের জুজু, কিন্তু কোলোন মহাখুশী, কেননা কোলোন হানোফারে গিয়ে জিতল কতোদিন বাদে জানেন? ২২ বছর পরে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: সঞ্জীব বর্মন