1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্দেসলিগার শিরোপা প্রায় নিশ্চিত ডর্টমুন্ড’এর

১৮ এপ্রিল ২০১১

বুন্দেসলিগার শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলল বরুশিয়া ডর্টমুন্ড৷ ওদিকে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ পয়েন্ট তালিকায় চার থেকে তিন নম্বরে উঠে এলো৷

https://p.dw.com/p/10vDo
ডর্টমুন্ড সমর্থকরা শিরোপা জয়ের উৎসবের প্রস্তুতি নিচ্ছেনছবি: AP/dapd

ডর্টমুন্ড-ফ্রাইবুর্গ

৩-০ গোলে খুব সহজেই জিতে যায় ডর্টমুন্ড৷ ফলে পয়েন্ট তালিকায় তারা দ্বিতীয় দলের চেয়ে আট পয়েন্টে এগিয়ে গেল৷ তাই, যদিও লিগের এখনো চারটি ম্যাচ বাকী তবুও ডর্টমুন্ডের সমর্থকরা শিরোপা জেতার উৎসব শুরু করে দিয়েছে৷ তবে খেলোয়াড়রা এখনো মুখে অন্তত বলছেন না যে, তারা চ্যাম্পিয়ন হয়ে গেছেন৷ ডর্টমুন্ড ক্লাবের পরিচালক মিশায়েল সোর্ক শুধু বলছেন, তারা শিরোপার খুব কাছাকাছি চলে গেছেন৷ এবার যদি ডর্টমুন্ড চ্যাম্পিয়ন হতে পারে তবে সেটা হবে তাদের চতুর্থ বুন্দেসলিগা শিরোপা৷ এবং ২০০২ এর পর প্রথম৷ কালকের ম্যাচে প্রথমার্ধে দুটি ও দ্বিতীয়ার্ধে একটি গোল পায় ডর্টমুন্ড৷

বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুজেন

বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনকে ৫-১ গোলে হারিয়েছে৷ ফলে পয়েন্ট তালিকায় চার থেকে তিন'এ উঠে এসেছে বায়ার্ন৷ এবং এই তিনে থাকাটাই এখন তাদের লক্ষ্য৷ কারণ তাহলে অন্তত আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বটা খেলতে পারবে তারা৷ কালকের ম্যাচে আবারও হ্যাট্রিক করেছেন বায়ার্নের মারিয়ো গোমেস৷ এই নিয়ে এবারের মৌসুমে এটা তাঁর চার নম্বর হ্যাট্রিক৷ সেই সুবাদে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাও তিনি৷ সংখ্যাটা ২২৷ তাঁর চেয়ে দুই গোলে পিছিয়ে আছেন ফ্রাইবুর্গের পাপিস ডেম্বা সিসে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়