1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় পেল দক্ষিণ আফ্রিকা

২২ জানুয়ারি ২০১১

দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে অনুষ্ঠিত একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে শুক্রবার ভারতকে ৪৮ রানে পেছনে ফেলে সিরিজে ২-২ সমতা নিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা৷ দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল বৃষ্টিবিঘ্নিত৷

https://p.dw.com/p/100na
(ফাইল ফটো)ছবি: AP

একদনের সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি রবিবার সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত হবে৷ দক্ষিণ আফ্রিকাকে ২৬৬ রানে তাড়া করতে নামে ভারত৷ ৩৩ ওভারে ৬ উইকেটে ১৪২ রান করে ভারত৷ এর আগে সেন্ট জর্জ পার্কে অনুষ্ঠিত খেলায় প্রায় বিপর্যয়ের মাঝামাঝি অবস্থা থেকে দলকে উদ্ধার করে দক্ষিণ আফ্রিকার জে পি ডুমিনি৷ দক্ষিণ আফ্রিকা করে ৭ উইকেটে ২৬৫ রান৷ প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ১১৮ রান করে অনেকটা কোনঠাসা হয়ে পড়ে৷ এই সময়ে ডুমিনির অপরাজিত ৭১ রানই দলকে উদ্ধার করে৷ এই বাঁ-হাতি ব্যাটসম্যান জোহান বোথা এবং রবিন পিটারসনের সঙ্গে জুটি বেঁধে ৬ এবং ৭ উইকেটে ৭০ রান করেন৷ ভারতের স্পিনার যুবরাজ সিং ৩৪ রানে ৩টি উইকেট নেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম