1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেতন পাচ্ছেন না বাংলাদেশে নিযুক্ত জার্মান হকি কোচ

১৬ মার্চ ২০১০

আগামি মে মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান হকি কাপের বাছাই পর্ব, দলের দায়িত্বে থাকা জার্মান কোচকে ধরে রাখা সম্ভব না হলে বাংলাদেশের বাছাই পর্ব উত্তীর্ণ হওয়া অনেকটাই অসম্ভব হয়ে যাবে বলেই উপলব্ধি হকি ফেডারেশনের৷

https://p.dw.com/p/MTv8
ছবি: AP

কিন্তু এই কোচের বেতন ভাতার বিষয়ে কোন ভাল সংবাদ নেই৷ আর এতে বেশ হতাশ বাংলাদেশের জার্মান হকি কোচ গেরহার্ড পেটার, যিনি গত এক বছর ধরে বাংলাদেশ হকি দলের দায়িত্ব পালন করে চলেছেন৷ কিন্তু এখনও পর্যন্ত তাঁর সঙ্গে বেতন-ভাতা নিয়ে কোন প্রকার চুক্তি করেনি হকি ফেডারেশন৷ তাই বর্তমান অবস্থায় বেশ কিছুটা হতাশ জার্মান কোচ৷

ঢাকায় ক্রীড়া সাংবাদিকদের কাছে তাই নিজের হতাশার কথা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি৷ বললেন, এবার চুক্তি না হলে ফিরে যাবো৷ তিনি বলেন, 'আমি এখনও জানি না হকি ফেডারেশন আমার সঙ্গে চুক্তি করবে কি না৷ তাহলে ভালো থাকি কি করে৷'

আসলেও তাই৷ প্রায় একবছর হল বাংলদেশের হকির সঙ্গে রয়েছেন জার্মান এই কোচ৷ অথচ এখনও তাকে কোন বেতনভাতা দেয়া হয়নি৷ করা হয়নি কোন চুক্তি৷ স্কুল হকি টুর্নামেন্টের ফাইনাল খেলার সময় এ কথাই জানিয়ে দিলেন, 'এবার চুক্তি না হলে আমি আর থাকতে চাই না৷ এ মাসের শেষ সপ্তাহে চলে যাওয়ার সম্ভবনা রয়েছে৷'

তিনি আরও বলেন, 'আশা করেছিলাম এসএ গেমসের পর আমার সঙ্গে একটা চুক্তিতে আসবে ফেডারেশন৷ কিন্তু তার কেন লক্ষণই দেখছি না৷ জানা গেছে, জার্মান কোচ গেরহার্ড পেটার ইতিমধ্যেই মালয়েশিয়া থেকে প্রস্তাব পেয়েছেন৷ এখনই কোন চুক্তি না হলে তিনি চলে যাবেন, এমনটাই জানিয়ে বেশ আক্ষেপের সঙ্গে বললেন, 'আমার তো পরিববার পরিজন রয়েছে৷ কোন বেতনভাতা ছাড়া তো বেশীদিন কাজ করা যায় না৷'

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী