1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেতারের সঙ্গে ডয়চে ভেলের এফএম চুক্তি সই

৯ মার্চ ২০১০

ডয়েচে ভেলে বাংলা বিভাগ এবং বাংলাদেশ বেতারের মধ্যে মঙ্গলবার সহযোগিতা চুক্তি সই হয়েছে৷ এই চুক্তি অনুযায়ী ডয়চে ভেলে বাংলা বিভাগ দুই বেলা এফ এম ব্যান্ডে খবর এবং অনুষ্ঠান প্রচার করবে৷

https://p.dw.com/p/MNlb
ঢাকায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানছবি: Deutsche Botschaft/Dhaka

সকাল ৮টা থেকে সাড়ে ৮টা এবং রাত ৮টা থেকে সাড়ে ৮টার এই অনুষ্ঠান ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী ও রংপুরের ট্রান্সমিটারের মাধ্যমে একযোগে প্রচার হবে৷ কারিগরি কাজ শেষ হওয়ার পর দ্রুতই এফ এম সম্প্রচার শুরু হবে৷

সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রনালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এবং জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েলের উপস্থিতিতে চুক্তিতে সই করেন ডয়চে ভেলের পক্ষে ডয়চে ভেলে এ্যাকাডেমির ব্যবস্থাপনা পরিচালক গ্যার্ডা ময়ার এবং বাংলাদেশ বেতারের পক্ষে মহাপরিচালক মাহবুবুল আলম৷ সেখানে আরো উপস্থিত ছিলেন তথ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, ডয়চে ভেলে ডিষ্ট্রিবিউশন এশিয়া বিভাগের প্রধান আঙ্গেলিকা নেভেল, বাংলা বিভাগের প্রধান আব্দুল্লাহ আল ফারূক সহ দুই বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা৷ পরে দুপুরে তাঁরা জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: সঞ্জীব বর্মন