1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেলজিয়ামে সংঘর্ষ

২৮ মার্চ ২০১৬

বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলার পর বেলজিয়ামে এখন উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ অভিবাসন-বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে৷

https://p.dw.com/p/1IKoa
পুলিশ-অভিবাসনবিরোধী মুখোমুখি
ছবি: Reuters/Y. Herman

হামলায় হতাহতদের প্রতি সম্মান জানাতে রবিবার ব্রাসেলসে শত শত মানুষ জড়ো হয়েছিলেন৷ তবে তাদের অনুষ্ঠানে বাধা হয়ে দাঁড়ায় প্রায় শ'চারেক অভিবাসন-বিরোধী৷ সেই সময় তাঁরা মুসলিম-বিরোধী স্লোগানও দেন৷ এক পর্যায়ে তাদের থামাতে পুলিশকে সংঘর্ষে জড়াতে হয়৷

এদিকে, মঙ্গলবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ হয়েছে বলে জানিয়েছে ব্রাসেলস ক্রাইসিস সেন্টার৷ নিহতদের মধ্যে তিনজন হামলাকারী রয়েছে৷ এখন পর্যন্ত পুলিশ ২৮ জনের পরিচয় জানতে পেরেছে৷ এর মধ্যে ১৫ জন বিমানবন্দরে হামলায় প্রাণ হারিয়েছেন৷ ১৫ জনের মধ্যে ছয়জন বেলজিয়াম আর নয়জন বিদেশি নাগরিক৷

মেট্রো স্টেশনে হামলায় নিহত ১৩ জনের মধ্যে ১০ জন বেলজিয়াম আর বাকিরা বিদেশি নাগরিক৷ বিদেশিদের মধ্যে ব্রিটেন, ইটালি, চীন, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও যুক্তরাষ্ট্রের নাগরিক৷

সন্ত্রাসীদের ধরতে বেলজিয়ামের পুলিশ রবিবার ব্রাসেলস সহ আরও দু'টি শহরে ১৩টি অভিযান চালিয়েছে৷ এই সময় নয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এর মধ্যে চারজনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়৷

ফ্রান্সে হামলার পরিকল্পনা!

নেদারল্যান্ডসের পুলিশ রবিবার অভিযান চালিয়ে ৩২ বছরের এক ফরাসি নাগরিককে গ্রেপ্তার করেছে৷ সে ফ্রান্সে হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে নেদারল্যান্ডসের পুলিশ৷ ফ্রান্সের অনুরোধে এই গ্রেপ্তার বলেও জানিয়েছে তারা৷

বৃহস্পতিবার ফ্রান্সে গ্রেপ্তার হওয়া রেডা ক্রিকেটের সঙ্গে মিলে ফরাসি ঐ নাগরিক (নেদারল্যান্ডসে গ্রেপ্তার হওয়া) ফ্রান্সে হামলার পরিকল্পনা করছিল বলে এএফপিকে জানিয়েছে ফ্রান্স পুলিশের একটি সূত্র৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য