1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোয়িং, টাইম ওয়ার্নার-এর চেয়েও ধনী ফেসবুক

৪ জানুয়ারি ২০১১

বিখ্যাত মার্কিন কোম্পানি বোয়িং আর টাইম ওয়ার্নার-এর চেয়েও ধনী হয়ে গেল ফেসবুক৷ সম্প্রতি ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান সাক্স ও রাশিয়ান কোম্পানি ডিজিটাল স্কাই টেকনোলজি’স এর সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে৷

https://p.dw.com/p/ztDF
ছবি: picture alliance/dpa

এর ফলে বর্তমানে ফেসবুকের সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৫০ বিলিয়ন ডলারে৷

নিউ ইয়র্ক টাইমসে চুক্তির খবরটি ছাপা হয়েছে৷ তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ঐ তিন কোম্পানির কেউ৷

ফেসবুকের চলমান প্রৃবদ্ধিকে আরও এগিয়ে নিতে এবং এজন্য বেশি বেশি মেধাবী মানুষের সমন্বয় ঘটানোর কাজে এই অর্থ ব্যয় হবে বলে জানা গেছে৷

উল্লেখ্য, বর্তমানে প্রতি মাসে প্রায় ৫০০ মিলিয়ন ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করে থাকেন৷ তবে বিশ্বের প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারী একদিন ফেসবুকের সদস্য হবে, এমন স্বপ্ন ফেসবুক কর্তৃপক্ষের৷

এদিকে নতুন চুক্তির কারণে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের নিজস্ব সম্পদের পরিমাণ দ্বিগুন বাড়বে বলে জানা গেছে৷ ফোর্বসের হিসেবে, ফেসবুকের সম্পদের পরিমাণ যখন ২৩ বিলিয়ন ডলার ছিল তখন জুকারবার্গের সম্পদের পরিমাণ ছিল প্রায় সাত বিলিয়ন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা