1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৌদ্ধ মন্দিরে দরিদ্র মুসলমানদের ইফতার

১৪ জুন ২০১৬

সাম্প্রতিক সময়ের একটি ভিডিও প্রতিবেদন দেশ-বিদেশে সাড়া জাগিয়েছে৷ রমজান মাসে একটি বৌদ্ধ বিহার থেকে ইফতারের আয়োজন আবারও সবাইকে মনে করিয়ে দিয়েছে- ‘সবার উপরে মানুষ সত্য'৷

https://p.dw.com/p/1J6Ag
Bildergalerie - Ramadan in Bangladesh
ছবি: DW/Mustafiz Mamun

ধর্মের নামে দেশে যখন একের পর এক হত্যাকাণ্ড চলছে, তখন দরিদ্র মুসলমানদের মধ্যে ইফতার বিতরণ করছে ঢাকার কমলাপুরের ধর্মরাজিক বৌদ্ধ বিহার৷ প্রতিদিন তারা ইফতার করাচ্ছেন পাঁচশ'রও বেশি রোজাদার মানুষকে৷

এ এক অভিনব দৃশ্য৷ রমজান মাসের শুরু থেকেই ইফতারের সময় দরিদ্র রোজাদাররা আসেন ধর্মরাজিক বৌদ্ধ বিহারে৷ নিষ্ঠার সঙ্গে তাঁদের ইফতার বিতরণ করেন বৌদ্ধ ভিক্ষুরা৷ ইফতার রান্না ও সাজানোর কাজটিও করেন তাঁরা৷ পরিবেশনে হিন্দুরাও অংশ নেন৷

গত ৬ বছর ধরে এ কাজটি করে আসছেন তাঁরা৷ বিবিসি বাংলা সার্ভিসকে বৌদ্ধ বিহারের প্রধান শুদ্ধানন্দ মহাথেরো যে কথাগুলো বলেছেন তা একান্তই মানবতার কথা, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসতে শেখায়৷

দরিদ্র রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করার আগে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে পরামর্শ করেছিলেন বলেও জানিয়েছেন শুদ্ধানন্দ মহাথেরো৷ বৌদ্ধ মন্দিরে ইফতার পরিবেশনের এই ভিডিওটি এ পর্যন্ত লাখো মানুষ দেখেছেন৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য