1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যবস্থা নিলে ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাব পড়ত: নজরুল হুদা

১০ এপ্রিল ২০১১

শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক৷ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা এবিষয়ে বক্তব্য রেখেছেন৷

https://p.dw.com/p/10qwu
ঢাকার শেয়ার বাজারছবি: DW

এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা৷ তবে তিনি ব্যাংকগুলোকে মনিটরিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা মানতে নারাজ৷ তাঁর মতে, তখন ব্যবস্থা নিলে ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাব পড়ত৷

শেয়ার কেলেঙ্কারির সঙ্গে অন্ততঃ ১৬টি মার্চেন্ট ব্যাংক জড়িত বলে তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে৷ তারা শেয়ার ব্যবসার মাধ্যমে অস্বাভাবিক মুনাফা করেছে৷ আর শেয়ার বাজারে বিনিয়োগের নীতিমালাও লঙ্ঘন করছে তারা ৷ আজ ব্যাংকার্স এসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা৷ বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা সাংবাদিকদের জানান, তাঁরা এখনো তদন্ত রিপোর্ট পাননি৷ তদন্ত রিপোর্ট পাওয়ার পর দায়ী ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷

Fire in front of the Dhaka Stock Exchange
ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহিংস প্রতিবাদছবি: DW

বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে ব্যাংকগুলোকে মনিটরিংয়ে ব্যর্থ হয়েছে কিনা জানতে চাইলে ডেপুটি গভর্নর বলেন, তখন ব্যবস্থা নেয়ায় কিছু সমস্যা ছিল৷ কারণ ব্যবস্থা নিলে ওই ব্যাংকগুলোর ওপর বিরূপ প্রভাব পড়ত৷ যা পুরো ব্যাংকিং সেক্টরেই নেতিবাচক প্রভাব ফেলতে পারত৷ তিনি জানান, ব্যাংকগুলোতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা এখন উদ্যোগ নিচ্ছেন৷ কারণ এই সেক্টরের অস্থিতিশীলতা অর্থনীতির ক্ষতি ডেকে আনতে পারে৷

ডেপুটি গভর্নর আরও জানান, শেয়ার বাজারে মার্চেন্ট ব্যাংকগুলোর আমানতের সর্বোচ্চ ১০ শতাংশ বিনিয়োগ করার বিধান থাকলেও গেল বছরে অনেক মার্চেন্ট ব্যাংক এর বেশি বিনিয়োগ করেছে৷ এ বিষয়টি বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু করেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান