1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যাংকক এখন শান্ত, তবে স্বস্তিকর নয়

২০ মে ২০১০

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লালজামাধারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী৷ গত কয়েক দিন ব্যাংকক কার্যত রণক্ষেত্রের রূপ নিলেও পরিস্থিতি এখন অনেকটাই শান্ত৷

https://p.dw.com/p/NSrp
ছবি: AP

সরকারের দাবি থাইল্যান্ড শান্ত

থাই সরকার দাবি করছে, ব্যাংককে গত দশ সপ্তাহ ধরে চলা প্রতিবাদ-বিক্ষোভ প্রায় আয়ত্বে এনেছে নিরাপত্তা বাহিনী৷ যদিও, ব্যাংককের বিভিন্ন অংশ থেকে এখনো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে, তারপরও পুরো শহরে এক অস্বস্তিকর শান্তি বিরাজ করছে৷ থাই সরকার অবশ্য সান্ধ্য আইনের মেয়াদ বাড়িয়েছে আরো তিনদিন, যা বহাল থাকবে রাজধানী ব্যাংককসহ আরো ২৩টি প্রদেশে৷

এদিকে, অজ্ঞাত জায়গা থেকে দেয়া টেলিফোনে সাক্ষাৎকারে সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা জানিয়েছেন, ‘‘কথিত আছে যে, সেনাবাহিনী আক্রমণ চালালে ক্ষোভের জন্ম নেয় এবং এতে করে বিক্ষুব্ধ জনগণ গেরিলায় পরিণত হয়৷''

Flash Galerie Unruhen in Bangkok
সাধারণ প্রতিবাদীছবি: AP

তাহত অনেক

ব্যাংককে সর্বশেষ মানে গতকাল নিরাপত্তা বাহিনী আর লাল জামাদের যে সংঘর্ষ হয়েছে তাতে মৃতের সংখ্যা ১৫, আহত ৯৬৷ তবে, থাকসিন সমর্থক লাল জামাদের সরকার বিরোধী আন্দোলন শুরুর পর থেকে নিহতের সংখ্যা কমপক্ষে ৭০ জন৷

এদিকে, বৃহস্পতিবার থাইল্যান্ডের চিয়াংমাই শহরে লাল জামা প্রতিবাদকারীদের দখলে থাকা একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ৷ ফলে, থাইল্যান্ডের ছোট-বড় শহরগুলোতে এই মুহূর্তে লাল জামাধারী তেমন একটা খুঁজে পাওয়া যাচ্ছে না৷ অবশ্য তারপরও ব্যাংককে সহিংসতায় অংশ নেয়া লাল জামাদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী৷

Thailand Unruhen in Bangkok Flash-Galerie
কঠোর সেনা অভিযানছবি: AP

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাংককে সহিংসতার সময় নিরাপত্তা বাহিনী এবং লাল জামা -- উভয় পক্ষই ভয়ঙ্করভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে৷ সংস্থাটির এশিয়া অঞ্চলের উপ-প্রধান ফিল রবার্টসন জানিয়েছেন, উভয়পক্ষের বিদ্বেষপূর্ণ আচরণের কারণেই ব্যাংককের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান-এর বর্তমান সভাপতি দেশ ভিয়েতনাম থাইল্যান্ডের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে শান্তিপূর্ণ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী