1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলিয় গ্রঁ পিতে জয় পেলেন ভিটেল

৮ নভেম্বর ২০১০

ব্রাজিলিয় গ্রঁ পিতে শেষ হাসি হাসলেন জার্মানির সেবাস্টিয়ান ভিটেল৷ ফেরারির আলোন্সো তিন নম্বরে আর মার্ক ওয়েবার দ্বিতীয়৷ এই মরশুমের শেষ রেসটাও ভিটেলেরই৷

https://p.dw.com/p/Q19Y
সেবাস্টিয়ান ভিটেলছবি: AP

ব্রাজিলে ভিটেলের দলেরই জয়

দলটার নাম রেড বুল৷ যার নেতৃত্বে সেবাস্টিয়ান ভিটেল৷ ভিটেলের গাড়ি ব্রাজিলের এই রেসের শেষ লেগ-এ যে দৌড়টা দৌড়েছে তা তাজ্জব করার মতই৷ পরিশেষটা এসেছে যাকে পরিভাষায় বলে ফর্মেশন ফিনিশ-এর মাধ্যমে৷ এই প্রথম রেড বুল কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দলগতভাবে বড়মাপের সাফল্য পেল৷

‘কোরিয়ার হারের জবাব দিলাম' - ভিটেল

বলেছেন ভিটেল কথাটা৷ রেস জেতার পর সাংবাদিকদের সামনে উচ্ছ্বসিত ভিটেল বলেছেন, ‘আজ শুরুটা বড্ড গোলমেলে ছিল৷ কারণ, যেদিকটায় আমি ছিলাম, সেখানে ছিল কাদা৷ আমার সামনের প্রতিযোগীর গাড়ির চাকা পিছলে যাচ্ছে দেখতে পেলাম৷ কিন্তু, আমার গাড়ি এক্বেবারে ঠিকঠাক স্টার্ট নিয়েছে৷ তারপর বাকি সহায়তা পেয়েছি আমার দলের কাছ থেকে৷ তারপর যা হয়েছে, তা কিন্তু ইতিহাস৷ কোরিয়াতে হেরেছিলাম৷ ব্রাজিলে জবাব দিলাম৷'

ফেরারির গাড়ির ধোঁয়া দেখা হলনা

আর এই রেসে সেই আলোন্সো তিন নম্বরে শেষ করেছেন৷ ‘আলোন্সোর দিকে সারাক্ষণই নজর রেখে গাড়ি চালিয়েছি৷' বলেছেন ভিটেল৷ একটু ব্যঙ্গ করে বলেছেন, ‘ফেরারির ধোঁয়া এবার আর দেখতে হল না৷' আসলে বলতে চেয়েছেন, তাঁর সামনে একবারের জন্যও এগিয়ে যেতে পারেন নি ফেরারির আলোন্সো৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম