1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলের ফুটবলারসহ বিমান বিধ্বস্ত

২৯ নভেম্বর ২০১৬

৭২ জন যাত্রী নিয়ে বলিভিয়া থেকে কলম্বিয়া যাওয়ার সময় মেডেলিন বিমানবন্দরের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে৷ বিমানটিতে ব্রাজিলের শাপেকোইনসি রেয়াল ফুটবল দলের খেলোয়াড়রাও ছিলেন৷ দুর্ঘটনায় মাত্র তিনজন প্রাণে বেঁচেছেন বলে প্রকাশ৷

https://p.dw.com/p/2TQZ8
Medical staff from the San Juan de Dios hospital transfer Brazilian journalist Rafael Henze as he ar
ছবি: Imago/Agencia EFE

বলিভিয়া থেকে কলম্বিয়ার মেডেলিন যাবার পথে ৮১ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি চার্টার করা বিমান৷ বিমানটিতে দক্ষিণ ব্রাজিলের শাপেকোয়েনসি ফার্স্ট ডিভিশন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা ছিলেন৷

আগামী বুধবার মেডেলিনে কোপা সুদআমেরিকানার ফাইনাল খেলার প্রথম পর্ব অনুষ্ঠিত হবার কথা ছিল৷ দুই পর্বের এই ফাইনালে এবার উঠেছে শাপেকোয়েনসি এবং আতলেতিকো নাসিওনাল৷

শাপেকোয়েনসি তাদের ফেসবুক পেজে বলেছে, ‘‘ঈশ্বর যেন আমাদের খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য অতিথি যাঁরা আমাদের প্রতিনিধিদলের সঙ্গে যাচ্ছিলেন, তাঁদের সঙ্গে থাকেন৷’’

মেডেলিনের উপকণ্ঠে লা চেইয়া পৌর এলাকার মেয়র অন্তত তিনজন আরোহীর প্রাণে বাঁচার কথা বলেন৷ পরে কলম্বিয়ার পুলিশ পাঁচজনের প্রাণে বাঁচার কথা বলেছে৷ ব্রাজিলের মিডিয়ার খবর অনুযায়ী, যারা বেঁচেছেন, তাদের মধ্যে শাপেকোয়েনসি দলের তিনজন খেলোয়াড়ও আছেন৷

প্রবল বৃষ্টির ফলে ব্যাপক কাদা হওয়ায়, দুর্ঘটনার অকুস্থলে যাওয়া কঠিন হয়ে পড়েছে৷ লামিয়া এয়ারলাইনসের ব্রিটিশ এয়ারোস্পেস ১৪৬ নিকটৃপাল্লার বিমানটি  দৃশ্যত সোমবার স্থানীয় সময় রাত দশটা নাগাদ ইলেকট্রিকাল গোলযোগের কারণে একটি বিপদ সঙ্কেত পাঠায়৷ দক্ষিণ ব্রাজিল থেকে মেডেলিন যাবার পথে বিমানটি বলিভিয়ার সান্তা ক্রুজে অবতরণ করেছিল৷

আর্জেন্টিনার সবচেয়ে নামকরা ক্রীড়া পত্রিকা এল গ্রাফিকো-র ডিজিটাল সম্পাদক মার্টিন মাজুর তাঁর একটি টুইটে বিমানটির ছবি দিয়ে বলেছেন, সিপি২৯৩৩ ফ্লাইটের বিমানটিই এ মাসে আর্জেন্টিনার জাতীয় দলকে ব্রাজিলে নিয়ে গিয়েছিল৷ পরে মেডেলিনের হোসে মারিয়া কর্দোভা দে রিওনিগ্রোর টুইটার অ্যাকাউন্টেও জানানো হয়, ‘‘লাইসেন্স নম্বর সিপি২৯৩৩ বিমানটি শাপেকোয়েনসি রেয়ালের টিমকে নিয়ে যাচ্ছিল৷ দৃশ্যত (দুর্ঘটনায়) কেউ কেউ বেঁচেছেন৷’’

এসি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ) 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য