1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২৭০ জন নিহত

১৩ জানুয়ারি ২০১১

বন্যা, ভূমিধস এবং ভারী বৃষ্টিপাতের কারণে কমপক্ষে ২৭০ জনের প্রাণহানি ঘটেছে ব্রাজিলে৷ রিও ডে জানেরো’র নিকটবর্তী পার্বত্য এলাকাগুলিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/zwxL
Teresopolis, flood, Brazil, Rio de Janeiro
সবচেয়ে ক্ষতিগ্রস্থ শহর টেরেসোপোলিসছবি: AP

এর আগের দিন, অর্থাৎ মঙ্গলবার, ভারী বর্ষণের ফলে অন্তত ১৩ জন নিহত হয়েছে ব্রাজিলের সাঁও পাওলো প্রদেশে৷ পার্শ্ববর্তী নোভা ফ্রিবার্গো, টেরেসোপোলিস এবং পেট্রোপোলিস শহর বন্যার ফলে প্রায় তলিয়ে গেছে৷ নদীর জলে ভেসে আসা কাদামাটি ও বড় বড় পাথরের চাঁইয়ের আঘাতে গুঁড়িয়ে গেছে আশেপাশের বাড়ি-ঘর৷ শুধু তাই নয়, নদীগর্ভ থেকে উঠে আসা টন টন পাথরের আঘাতে তিনজন উদ্ধারকারী নিহত হয়েছে বুধবার৷ এছাড়া, বুধবার রাত পর্যন্তও রিও'র উত্তরে অবস্থিত সেরেনা এলাকায় প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম রাস্তা-ঘাটের কারণে উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে৷

Brasilien Überflutung Überschwemmung Flash-Galerie
নোভা ফ্রিবার্গো, টেরেসোপোলিস এবং পেট্রোপোলিস শহর বন্যার ফলে প্রায় তলিয়ে গেছেছবি: AP

‘এই শহরের ইতিহাসে এটা সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ' – এই বলে মন্তব্য করেছেন রিও'র ৬২ মাইল উত্তরে অবস্থিত টেরেসোপোলিস শহরের মেয়র জর্জ মারিও সেডলাচেক৷ স্থানীয় ‘গ্লোবাল নিউজ টেলিভিশন'-কে তিনি বলেন, বুধবার মধ্যরাত পর্যন্ত তাঁর শহরে অন্তত ১৩০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ গৃহচ্যুত প্রায় এক হাজার মানুষ, নিখোঁজ আরো ৫০ জন৷ একটি ই-মেল বিবৃতিতে প্রাদেশিক কর্মকর্তারা জানান যে, পেট্রোপোলিসে ২০ জন এবং নোভা ফ্রিবার্গোতে ১০৭ জন নিহত হয়েছে৷ এছাড়া এখনো পর্যন্ত মৃতের যে খবর পাওয়া যাচ্ছে, তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির পরিবেশমন্ত্রী কার্লোস মিঙ্ক৷ তাঁর কথায়, ঘুমের মধ্যেই মারা গেছেন অনেক মানুষ৷

Unwetter in Brasilien Flash-Galerie
‘এই শহরের ইতিহাসে এটা সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ' – টেরেসোপোলিস’এর মেয়র জর্জ মারিও সেডলাচেকছবি: AP
Flash-Galerie Überschwemmung in Brasilien nahe Rio de Janeiro
উপদ্রুত এলাকায় ৪৬ কোটি জরুরি সহায়তার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডিলমা রুসেফছবি: AP

শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্যোগ মোকাবিলায় ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট ডিলমা রুসেফ উপদ্রুত এলাকায় ৪৬ কোটি জরুরি সহায়তার ঘোষণা করেছেন৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন