1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিল বিশ্বকাপ: আর মাত্র ৯৯ দিন

৫ মার্চ ২০১৪

সামাজিক অবকাঠামো নিয়ে নানা প্রশ্নের মুখেও ২০১৪ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুত ব্রাজিল৷ মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে ১০০ দিনের ক্ষণ গণনা৷ তবে ১২টি স্টেডিয়ামের মধ্যে চারটির নির্মাণ কাজ অসমাপ্তই রয়ে গেছে৷

https://p.dw.com/p/1BJQI
ছবি: reuters

একদিকে ব্রাজিলের জাতীয় ফুটবল দল ব্যস্ত তাদের প্রস্তুতি নিয়ে৷ এ সপ্তাহ থেকেই পুরোদমে শুরু হবে তাদের চূড়ান্ত অনুশীলন৷ অন্যদিকে ব্রাজিল সরকার ব্যস্ত কত দ্রুত সময়ে সব স্টেডিয়ামের কাজ সম্পন্ন করা যায়৷ আগামী জুন মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ৷ চারটি স্টেডিয়ামের নির্মাণ কাজ এখনো চলছে৷ যেসব শহরে খেলা অনুষ্ঠিত হবে, সেগুলোর প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠেছে৷ কেননা বিমানবন্দরগুলোতেও এখন অনেক কাজ বাকি৷ নগরায়নের বিভিন্ন কাজ ঠিক বিশ্বকাপের আগের দিন শেষ হবে এমনটা ধারণা করছেন অনেকে৷

ফিফার মহাসচিব জেরোম ভাল্কে সম্প্রতি বলেছেন, যেভাবেই কাজ হোক, ১২ই জুনের আগেই যাতে তা পুরোপুরি সম্পন্ন হয়৷ ফুটবল গভর্নিং বডি অবশ্য তাঁকে আশ্বস্ত করে বলেছেন যে, সঠিক সময়ে সব কাজ সম্পন্ন হবে৷

Stadien Fußball WM 2014 Brasilien Arena Pantanal
এখনও ১২টি স্টেডিয়ামের মধ্যে চারটির নির্মাণ কাজ অসমাপ্তই রয়ে গেছেছবি: Getty Images

ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার মঙ্গলবার ফিফা ডট কমকে জানিয়েছেন, একশ দিন মানে এখনো অনেক দিন বাকি৷ অর্থাৎ যেসব কাজ বাকি তা সম্পন্ন করার এখনো যথেষ্ট সময় আছে৷ তাছাড়া যেসব সমস্যা ছিল সেগুলো এখন তাদের নিয়ন্ত্রণে এবং বিশ্বকাপ শুরুর আগেই সব কাজ শেষ হবে৷

মঙ্গলবার ১০০ দিনের ‘কাউন্টডাউন' উপলক্ষ্যে ব্রাজিল জুড়ে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন ছিল৷ বেশিরভাগ ভবনে উড়তে দেখা গেছে ব্রাজিলের পতাকা৷ যেসব শহরে ভেন্যু আছে, যেসব শহরের ঐতিহ্যবাহী ভবনগুলোতে করা হয়েছিল আলোকসজ্জা৷

এদিকে, ১০০ দিনের ক্ষণ গণনা উপলক্ষ্যে জার্মানির প্রধান কোচ ইওয়াখিম ল্যোভ বলেছেন, ইনজুরি থেকে ফেরা অনেক খেলোয়াড় থাকবেন জার্মানির বিশ্বকাপ দলে৷ বর্তমান দলে যেসব খেলোয়াড় আছেন তাঁদের উপর ভিত্তি করেই চূড়ান্ত দল নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য