1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাসেলস এ ইইউ এর শীর্ষ-বৈঠক

১৭ জুন ২০১০

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র ও সরকার প্রধানরা ব্রাসেলস'এ তাঁদের একদিনের শীর্ষ-বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন৷ এগুলোর মধ্যে একটি হল ইরানের বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক বিধিনিষেধ আরো কঠোর করা৷

https://p.dw.com/p/NtDW
ইউরোপীয় শীর্ষ নেতাদের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হচ্ছেছবি: AP

কূটনীতিকরা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ-বৈঠকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের ব্যাপারে নেতারা একমত হয়েছেন৷ সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদও এ ধরনের একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ সম্মেলনের এক খসড়া ঘোষণায় বলা হয়েছে, আন্তর্জাতিক গোষ্ঠী ইরানকে তার বিতর্কিত পরমাণু কর্মসূচি পরিত্যাগের ব্যাপারে অনেক সুযোগ দিয়েছে৷ কিন্তু দেশটি তার সদ্ব্যবহার করে নি৷

সম্মেলনে এস্টোনিয়ার ইউরো এলাকায় যোগদানের সিদ্ধান্তকে সবুজ সংকেত দেওয়া হয়েছে৷ দেশটি আগামী বছর তার মুদ্রা ক্রোনের জায়গায় ইউরো চালু করতে পারবে৷ এস্টোনিয়া হবে সতেরোতম দেশ, যেখানে ইউরো চালু হবে৷

আইসল্যান্ড শীঘ্রই ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার লক্ষ্যে আলাপ আলোচনা শুরু করতে পারবে৷ ব্রাসেলস'এ ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা তাঁদের বৈঠকে এ ব্যাপারে একমত হয়েছেন৷

বৈঠকে স্পেনের ব্যাংক সংকট নিয়েও আলাপ আলোচনা হয় – যদিও এটি আলোচ্যসূচিতে ছিল না৷ এতে স্পেনের ব্যয়সংকোচন কর্মসূচির প্রতি সমর্থন জানানো হয়৷ লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী জঁ ক্লোদ ইয়ুঙ্কার বলেন, স্পেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি গ্রহণ করেছে৷ জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেলও স্পেনের ব্যয় সংকোচন কর্মসূচিকে স্বাগত জানান৷ তিনি বলেন, স্পেনকে আমাদের এ মর্মে সাহস যোগাতে হবে যে, দেশটির গৃহীত পথটি সঠিক৷ ম্যার্কেল বলেন, আমার মনে হয় এটা স্পষ্ট হয়ে উঠেছে যে, বর্তমান অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে ইউরোপকে ঐক্যবদ্ধ পথে অগ্রসর হতে হবে৷ যেমন বিভিন্ন দেশের শক্তিশালী বাজেট থাকতে হবে, যৌথভাবে কাঠামোগত অর্থনৈতিক সংস্কার কর্মসূচি হাতে নিতে হবে- যাতে আমরা অভিন্ন অর্থনৈতিক বাজারের সুযোগ কাজে লাগাতে পারি৷ স্পেনের অর্থনীতি বিষয়ক ও অর্থ মন্ত্রী এলেনা সালগোদা স্পেনীয় টেলিভিশনে বলেন যে, তাঁর দেশের অর্থনৈতিক শাখা স্থিতিশীল৷

প্রতিবেদন : আবদুস সাত্তার
সম্পাদনা : সঞ্জীব বর্মন