1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনে পুড়ে ছাই হলেন ট্রাম্প

৭ নভেম্বর ২০১৬

এর আগে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনসহ অনেকেই পুড়েছেন, এবার ডোনাল্ড ট্রাম্পও পুড়লেন৷ পুড়িয়ে ছাই করে দেয়া হলো তাঁর কুশপুতুল৷

https://p.dw.com/p/2SIe3
ডোনাল্ড ট্রাম্প
ছবি: picture-alliance/dpa/S.Gutierrez

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে যুক্তরাষ্ট্রের বাইরেও এক ধরনের ক্ষোভ রয়েছে, তা কিছুটা স্পষ্ট হলো এই ঘটনায়৷ ব্রিটেনে প্রতি বছরের মতো এবারও উদযাপন করা হয়েছে বনফায়ার৷ বার্ষিক এ উৎসবেই এক শহরে পোড়ানো হয়েছে ট্রাম্পের বিশাল এক কুশপুতুল

সাধারণত বিক্ষোভ জানাতেই পোড়ানো হয় কুশপুত্তলিকা৷ তবে লন্ডন থেকে ৩০ কিলোমিটার দক্ষিণের এডেনব্রিজ শহরে ক্ষোভ জানাতে নয়, বরং আনন্দ প্রকাশ করতে গিয়েই পোড়ানো হয়েছে ট্রাম্পের ১১ মিটার, অর্থাৎ প্রায় ৩৬ ফুট উঁচু এক কুশপুতুল৷ বনফায়ারে আতশবাজির সময় খুব বড় আলোর শিখার উৎস হিসেবে এবার বেছে নেয়া হয়েছিল ট্রাম্পকে৷ ফলে বরাবরের মতো এবারও সারা বিশ্বে পরিচিত একজনকে পুড়ে ছাই হতে হলো৷

ব্রিটেনে বনফায়ারে সারা বিশ্বে পরিচিত এমন ব্যক্তির কুশপুতুল উৎসব করে পোড়ানোর ঘটনা আগেও ঘটেছে৷ এর আগে এই বনফায়ারেই পুড়েছে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং যুক্তরাষ্ট্রের সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের কুশপুতুল৷

এসিবি/ডিজি

প্রবাসীরা জানালেন তাঁরা কেমন অ্যামেরিকা চান

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান