1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগারদের বিচার

১০ সেপ্টেম্বর ২০১৩

সামাজিক যোগাযোগের মাধ্যমে চার ব্লগারের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পর্কে অনেক লেখালেখি হয়েছে৷ এখনো হচ্ছে৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের ফেসবুকে এ নিয়ে মন্তব্য এসেছে অনেক৷

https://p.dw.com/p/19fZm
ছবি: Asif Mohiuddin

‘‘ইন্টারনেটে বিভিন্ন ব্লগে ইসলাম ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তির দায়ে আসিফ মহিউদ্দীনসহ চার ব্লগারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার একটি আদালত৷ অভিযোগ প্রমাণ হলে তাদের সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷ প্রিয় পাঠক, আপনি কি ব্লগারদের এই বিচার সমর্থন করেন?'' – ঠিক এভাবেই পাঠকদের কাছে মন্তব্য চাওয়া হয়েছিল৷ খবরটিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত ‘লাইক' দিয়েছেন ৫৮৯ জন৷ মন্তব্যও এসেছে অনেক৷ সেখানে শাহিন সরকার, শামিম মেহেদি, জাহাঙ্গীর কবীর, নওয়াজ মারজানসহ বেশির ভাগ মন্তব্যকারীই জানিয়েছেন, বিচার তাঁরা সমর্থন করেন৷ কঠোরতর শাস্তিও দাবি করেছেন অনেকে৷ তুলনায় কম হলেও ‘মত প্রকাশের স্বাধীনতা'-র কথা বলে কয়েকজন আবার ব্লগারদের মুক্তিও দাবি করেছেন৷

Protest in Dhaka
ডয়চে ভেলের ফেসবুকে কয়েকজন ব্লগারদের মুক্তিও দাবি করেছেনছবি: Sharat Chowdhury

আক্তার হোসেন হোসেন অভিযুক্ত চার ব্লগারের শাস্তির পক্ষে কথা বলেছেন উদার যুক্তিতে, তিনি লিখেছেন, ‘‘ধর্ম নিয়ে কটূক্তি কখনোই কাম্য নয়৷ এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়৷ কাজেই শাস্তি তো হওয়াই উচিত৷''

কুতুব আত্তারি ইশতির যুক্তিটা এরকম, ‘‘বিষয়টা হচ্ছে, তারা আস্তিক বা নাস্তিক – এটা তাদের ব্যাপার৷ কিন্তু অন্য কারো ধর্মীয় বিষয় নিয়ে কটূক্তি করার অধিকার তাদের নেই৷ তারা এ ধরনের জঘন্য লেখা লিখে দেশকে সংঘাতের পথে ঠেলে দিয়েছেন৷ এটাকে উপজীব্য করে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি রাজাকারদের বিচার বানচাল করার চেষ্টা চালাচ্ছে৷''

দেশের প্রচলিত আইন অনুযায়ী কেউ কোনো অন্যায় করলে বিচার এবং শাস্তি হতেই পারে৷ এ নিয়ে মতামত এবং মত প্রকাশের ধরণ নানা রকম হতেই পারে৷ তবে সব বিষয়ে মন্তব্য করার সময়ই ধর্ম, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং তার কিছু ‘সীমাবদ্ধতা' সম্পর্কে সচেতন থাকতে পারা খুব প্রশংসনীয়৷

সংকলন : আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা : সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য