1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগার বচ্চন এবার টুইটার'এ

১৯ মে ২০১০

ব্লগিং-এর জগতে বিশাল সাফল্যের পর ৬৭ বছরের যুবক অমিতাভ বচ্চন এবার টুইটার'এর নেশায় মেতে উঠলেন৷ ভক্তরাও দেরি না করে হাজারে-হাজারে নাম লেখাচ্ছেন তাঁর ‘ফলোয়ার' হিসেবে৷

https://p.dw.com/p/NRlP
প্রযুক্তির পুরোপুরি সুবিধা নিতে পিছপা নন বচ্চনছবি: UNI

চলচ্চিত্র তারকা মানেই ধরাছোঁয়ার বাইরে৷ বড়জোর ঘরের দেওয়ালে পোস্টার টাঙিয়ে, তাদের কোন ছবি মুক্তি পেলে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো' দেখে তাদের আপন করে নেওয়ার একটা উপায় থাকে৷ এতকাল এমনটাই হয়ে এসেছে৷ কিন্তু ইদানিং তারকারা স্বেচ্ছায় ভক্তদের একেবারে নাগালের মধ্যে চলে আসছেন৷ অবশ্যই সশরীরে নয় – আধুনিক তথ্য-প্রযুক্তির দৌলতে৷ টুইটার'এর কল্যাণে তারকাদের দৈনন্দিন জীবনের একটা চিত্র পৌঁছে যাচ্ছে হাজার হাজার ভক্তদের কাছে৷ এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের শাহেনশা বলে পরিচিত অমিতাভ বচ্চন৷

তথ্য প্রযুক্তির জগতে অমিতাভ বচ্চন নতুন নন৷ প্রথমে তিনি নিজের একটি পুরোদস্তুর ওয়েবসাইট চালু করতে চেয়েছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত তার বদলে ব্লগিং নিয়েই মেতে উঠলেন তিনি৷ বিপুল সাড়াও পেলেন৷ এবার তিনি এসে পড়েছেন টুইটার'এর জগতে৷ নিজের ব্লগিং সাইট'এর মাধ্যমেই ভক্তদের তিনি এই নতুন নেশার কথা জানিয়ে দিয়েছেন৷ ৬৭ বছর বয়স্ক এই যুবক প্রথম টুইট করেন নিজের পুত্র অভিষেককে, যার সারমর্ম ‘আমি এসে গেছি৷' ইতিমধ্যেই টুইটার'এ অমিতাভ'এর ভক্তের সংখ্যা ৪২,০০০ পেরিয়ে গেছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ