1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগ আসক্ত অমিতাভ বচ্চন!

২১ এপ্রিল ২০১১

তাজমহলের কাছের এক হোটেলের বারান্দায় বসে আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন৷ প্রভাতের নরম আলো আলতো করে ছুঁয়ে যাচ্ছে তাঁকে৷ না, কোন চলচ্চিত্রের দৃশ্য নয়৷ অমিতাভ বচ্চনের ব্লগ সাইটে পাওয়া যাবে ঐশ্বরিয়ায় এমন পারিবারিক ছবি৷

https://p.dw.com/p/111co
Indian actor Amitabh Bachchan arrives on the red carpet, for the World Premiere of the film Raaven, at the BFI, British Film Institute, in London, Wednesday, June 16, 2010. (AP Photo/Joel Ryan)
অমিতাভ বচ্চনছবি: AP

২০০৮ সালের আঠারই এপ্রিল ব্লগ দুনিয়ায় যাত্রা শুরু করেছিলেন বলিউডের বিগ বি৷ ভারতের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সফল এই তারকার ব্লগ চর্চার পেছনে শুরুতে কোন কারণ খুঁজে পাওয়া যায়নি৷ কিন্তু দিন কয়েকের মধ্যেই গুজব ছড়ানো গণমাধ্যমগুলোকে এক হাত দেখে নেন তিনি৷ অমিতাভ-এর ব্লগ পিটুনি খেয়ে অনেকটাই শান্ত এখন ভারতীয় গণমাধ্যম৷ অন্তত অমিতাভ বা তাঁর পরিবার নিয়ে রসালো গুজব এখন আর তেমন একটা দেখা যায় না মিডিয়ায়৷

তবে, সরাসরি অমিতাভকে ইন্টারনেটে পেয়ে সবচেয়ে খুশি কিন্তু তাঁর ভক্তরা৷ এই জীবন্ত কিংবদন্তি ব্লগে যাই লিখছেন তাতেই শত শত মন্তব্য করছেন ভক্তরা৷ প্রতিদিন ব্লগে গড়ে এক হাজার শব্দ লিখছেন বচ্চন৷ কোথায় আছেন, কী করছেন, কী খাচ্ছেন, পরিবারের খবর এমনকি নিজের কুকুরটা নিয়েও লিখছেন তিনি৷ নিজের ক্যারিয়ারের উজ্জ্বল দিনগুলোও মাঝে মাঝে স্মৃতি হাতড়ে ব্লগে তুলে আনেন অমিতাভ৷

Actor Abhishek Bachchan (aka Bacchan) with wife Aishwarya Rai Bachchan and Amitabh Bachchan witnessing the famous play "Bas Itna Sa Khwab" translated into Hindi from Marathi, presented by Vipul Shah, at Rangsharda Natya Mandir on Sunday night, in Mumbai. Der indische Bollywoodschauspieler Abhishek Bachchan und seine Frau Aishwarya sowie der Schauspieler Amitabh Bachchan schauen sich das Theaterstück "Bas intna sa Khwab" am 22.8.2010 in Mumbai an.
বচ্চন পরিবারের বিভিন্ন খবর পাওয়া যাবে অমিতাভের ব্লগেছবি: UNI

২১ এপ্রিল, ২০১১ - অমিতাভের সর্বশেষ ব্লগটি'র শিরোনাম, ‘ডে ১০৯৭'৷ রাত ১টা ১৯ মিনিটে মুম্বাইয়ে নিজের বাড়িতে বসে পোস্ট করা এই লেখার বিষয়বস্তু অ্যাশ-অভির বিবাহবার্ষিকী৷ চার বছর আগে ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চন৷ এই পোস্টে মন্তব্য পড়েছে প্রায় পাঁচ শতাধিক৷

অমিতাভের অধিকাংশ ব্লগ পোস্টই শেষ হয় ক্লান্তির কথা বলে৷ চোখ বুজে আসছে কিংবা এখন ঘুমুতে যাবো, শুভ রাত্রি৷ তাঁর এই ব্লগ চর্চাকে অনেকে এখন তুলনা করছেন আসক্তি হিসেবে৷ না বলে উপায় আছে, হাজার ব্যস্ততার মাঝেও দিনে বারকয়েক ব্লগে ঢুঁ না মারলে যে চলে না তাঁর!

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা