1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগ থেকে নকল অংশ নিয়ে লিখিত উপন্যাস বিক্রির শীর্ষে

১৮ ফেব্রুয়ারি ২০১০

জার্মানিতে একজন ব্লগারের লেখা থেকে বেশ কিছু অংশ নকল করে লিখিত একটি উপন্যাস বিক্রির শীর্ষে চলে আসার পর তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷

https://p.dw.com/p/M5Be
উপন্যাসের লেখিকা হেলেনে হেগেমানছবি: Verlag Ullstein

হেলেনে হেগেমান নামের ১৮ বছর বয়সী এক তরুন লেখিকা তাঁর আক্সোলোটল রোয়াডকিল নামের উপন্যাসটিতে অন্য এক ব্লগারের লেখার একটি পুরো অনুচ্ছেদই ব্যবহার করেছেন৷

জানুয়ারী মাসে প্রকাশিত হবার পর উপন্যাসটি বিক্রির শীর্ষে চলে আসে৷ এছাড়া লাইপজিগ বই মেলার সেরা ফিকশন লেখকের সংক্ষিপ্ত তালিকায় হেগেমান চলে এসেছেন৷ উল্লেখ্য, বইটির প্রধান চরিত্রের মেয়েটি স্কুলে যাবার চেয়ে মাদকসেবন ও বার্লিনের নাইট ক্লাবে যেতে বেশি পছন্দ করে৷

এদিকে হেগেমান তাঁর কর্ম নিয়ে মোটেও লজ্জিত নয়, বরং তিনি বলছেন, এ ধরণের কাজ বর্তমানে অনেকেই করছে৷ তবে উপন্যাসটিতে সূত্রের উল্লেখ না করাটা নির্বুদ্ধিতার পরিচয় হয়েছে বলে তিনি মনে করছেন৷ উল্লেখ্য, ইন্টারনেট সংস্কৃতির যুগে অনেক তরুণ-তরুণীই সাহিত্য, গান প্রভৃতি ক্ষেত্রে অন্যের কর্ম থেকে কিছু অংশ নিয়ে নিজে নতুন কিছু তৈরি করছে, যাকে বলা হচ্ছে রিমিক্স৷

Buchcover Helene Hegemann: Axolotl Roadkill (Ullstein)
উপন্যাসটির প্রচ্ছদ

অন্যের সৃষ্টি থেকে উত্সাহ নিয়ে নতুন কিছু তৈরির ব্যাপারটি অনেক দিন ধরেই চলে আসছে৷ এমনকি বেটোফেন ও গ্যোটেও অন্যের কর্ম থেকে বিভিন্ন সময় ধারণা নিতেন বলে জানা গেছে৷

ফলকার গ্রাজমুক নামের একজন সমাজবিজ্ঞানী, যিনি গণমাধ্যম নিয়ে অনেকদিন থেকেই কাজ করছেন, তিনি বলছেন নকল করা এখন একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য৷ তাঁর মতে, নকল করা আগে খুব একটা সহজ কাজ ছিলনা, তবে বর্তমানে ইন্টারনেট আসার কারণে তা অনেক সহজ হয়ে গেছে৷

এদিকে যার ব্লগ থেকে লেখা নকল করা হয়েছে সেই আইরেনও হেগেমানের কাজের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বরং উপন্যাসটির সাফল্য কামনা করেছেন৷ তবে কপিরাইট আইনের কারণে তাঁর লিখিত অংশের জন্য লভ্যাংশের যতটুকু প্রাপ্য তা তিনি ঠিকই বুঝে নিবেন বলে আইরেন জানিয়েছেন৷

এছাড়া হেগেমানের উপন্যাসটি নিয়ে বিতর্ক হবার কারণে আইরেনের অল্প পরিচিত ব্লগটিও জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছে৷ ফলে দেখা যাচ্ছে, বিতর্কের কারণে আসল ও নকল দুটি লেখাই জনপ্রিয়তা পেয়ে গেল৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : আবদুস সাত্তার