1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভবিষ্যতের গাড়ি

অলিভার সালেট / এআই২৮ সেপ্টেম্বর ২০১৩

ভবিষ্যতের গাড়ি দেখতে সম্ভবত দ্রুত, চটুল এবং মোহনীয় গঠনের হবে৷ অন্তত পল বেকন-এর কাছে ভবিষ্যতের গাড়ি এরকমই৷ গতানুগতিক গাড়িগুলো একঘেয়ে মনে হওয়ায় এই ব্রিটিশ তরুণ নিজেই গড়েছেন একটি গাড়ি৷

https://p.dw.com/p/19pci
Beschreibung: Autos der Zukunft auf der IAA 2013 Ort der Aufnahme: Frankfurt Zeit der Aufnahme: 10.09.2013 Fotograf: Jun Yan Stichwort: IAA, Auto, Automobil, Messe, Zukunft, Elektromobilität, Design, BMW, Mercedes Benz, Volvo, Volkswagen, Audi, Bugatti, Porsche, Smart, Nissan, Intelligent Drive, 2013, Citroen
ফাইল ফটোছবি: DW/J. Yan

পল বেকনের কসমোট্রন গাড়ি তৈরিতে উৎসাহ জুগিয়েছে পুরনো সাই-ফাই ছবি৷ এটা ভবিষ্যতের গাড়ির আদলে তৈরি, মানে ১৯৫০ এবং ষাটের দশকে ঠিক যেমনটা ভাবা হয়েছিল৷ ইঞ্জিন গাড়ির সামনের দিকে পরিষ্কারভাবে দেখা যাওয়া চাই৷ আর চালক প্লেক্সিগ্ল্যাস দিয়ে তৈরি ঢাকনার মাঝে বসবেন৷ বেকন বলেন, ‘‘আমি মনে করি ১৯৫০ সালে বসে ভবিষ্যতের কথা ভাবলে শুধু ইতিবাচক চিন্তাই মনে আসতো৷ মহাকাশে প্রতিযোগিতা, চাঁদে অবতরণ – এই সব৷ আমি মনে হয় সেই সময়কার দৃষ্টিকোণ থেকে ভবিষ্যৎ বিবেচনা করে গাড়ি তৈরি করছি, বর্তমানের প্রেক্ষিতে নয়৷''

যুক্তরাজ্যের লাইচেস্টার শহরে পল বেকনের বাগানের ছোট্ট ঘরে কসমোট্রন-টি তৈরি করা হয়েছে৷ কসমোট্রন সহজেই মানুষের দৃষ্টি কাড়তে পারে৷ শহরের পুরানো অংশে গাড়িটি নিয়ে ঘুরতে পছন্দ করেন বেকন৷ গাড়িটি কোথাও পার্ক করলেই সেখানে মানুষ জড়ো হতে থাকে৷

ভিন্ন ধরনের এই গাড়ি দেখে এক ব্যক্তি বলেন, ‘‘এখন অবধি আমার দেখা সবচেয়ে বিস্ময়কর বস্তু এটি৷ সেই ১৯৭০ সালের স্কুবি-ডু ছবি থেকে এটি এসেছে, তাই না? আমি কখনোই এরকম আর কিছু দেখিনি৷ এটা তৈরিতে নিশ্চয়ই পাঁচ হাজার ঘণ্টা সময় লেগেছে৷'' আরেকজনের মন্তব্য, ‘‘এটা নিয়ে ঘুরতে নিশ্চয়ই অনেক মজা লাগবে৷ দেখেই বোঝা যাচ্ছে৷''

কসমোট্রন তৈরিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে৷ ১৯৯৮ সালে তৈরি বিএমডাব্লিউ জেডথ্রি-র কাঠামোর উপর এটি গড়া হয়েছে৷ জার্মান স্পোর্টস কারটিকে নিজের স্বপ্নের গাড়িতে বদলে নিতে ১৮ মাস সময় নিয়েছেন পল বেকন৷ এটি উচ্চগতিতে রাস্তায় চলার জন্য পুরোপুরি উপযুক্ত৷

বেকনের এখন শুধু একজন খদ্দের দরকার, যিনি ৩৫ হাজার ইউরো খরচ করে ভবিষ্যতের গাড়িটি পেতে চাইবেন৷