1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুশকিল আসান গ্রাফিন

আন্দ্রেয়াস নয়হাউস/এসবি১৬ আগস্ট ২০১৪

হালকা অথচ শক্ত, প্রায় অদৃশ্যও বলা চলে৷ এমন এক আশ্চর্য পদার্থ ভবিষ্যতে বিমান বা ঘরবাড়ি নির্মাণ, কম্পিউটার সহ নানা ক্ষেত্রে বিপ্লব আনতে পারে৷ বিজ্ঞানী, গবেষক, শিল্পজগত – সবাই এই অভিনব বস্তুটিকে ঘিরে নানা স্বপ্ন দেখছেন৷

https://p.dw.com/p/1Cv8v
Ultra leichter Kohlenstoff Nanotubes
ছবি: imago/Xinhua

ফ্রান্সের টুলুস শহরে বিমান নির্মাণ কোম্পানি এয়ারবাস-এর সদর দপ্তর৷ সেখানে এক আন্তর্জাতিক সম্মেলনে সংস্থার প্রতিনিধি ইয়ারি কিনারেট বিজ্ঞান ও অর্থনীতির মধ্যে মেলবন্ধন ঘটাতে চান৷ তিনি ‘গ্রাফিন ফ্ল্যাগশিপ' নামের ইউরোপীয় গবেষণা উদ্যোগের জন্য ১০০ কোটি ইউরো সংগ্রহ করেছেন৷ আশ্চর্য ও অদৃশ্য উপকরণ হিসেবে গ্রাফিন-এর বিকাশের জন্যই এই অর্থ ব্যয় করা হবে৷

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আনা মটা বলেন, ‘‘এই পোস্টারের পেছনে গ্রাফিন-এর এক স্তর রয়েছে৷ সেই স্তর আমাদের স্পর্শ অনুভব করতে পারে৷ বিশেষ গ্রাফিন কালি দিয়ে তা তৈরি করা হয়েছে৷''

গ্রাফিন অত্যন্ত পাতলা, অথচ খুব শক্ত৷ তাই বিমান তৈরির উপকরণ হিসেবে উপযুক্ত৷ গত শতকের পঞ্চাশের দশকে প্লাস্টিক শিল্পক্ষেত্রে বিপ্লব এনেছিল৷ বিজ্ঞানীদের ধারণা, একবিংশ শতাব্দীতে গ্রাফিন একই ভূমিকা পালন করবে৷

পদার্থবিদ্যায় নোবেলজয়ী বিজ্ঞানী অ্যালবেয়ার ফেয়ার্ট-ও নতুন এই পদার্থ সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন৷ তিনি বলেন, ‘‘আমি পদার্থবিদ্যার নানা বিষয় সম্পর্কে উৎসাহী৷ কিন্তু গ্রাফিন খুবই সম্ভাবনাময়৷ এই মিটিং-এর পর আমার উৎসাহ আরও বেড়ে গেছে৷''

ফিনল্যান্ডের বিজ্ঞানী ইয়ারি কিনারেট বলেন, ‘‘বিপ্লব শব্দটির আলাদা মাত্রা রয়েছে৷ এর চেয়ে বিবর্তন শব্দটিই বেশি খাপ খায়৷ তবে গ্রাফিন সত্যি তোলপাড় করে দিচ্ছে৷ কিছু ক্ষেত্রে ছোট ছোট বিপ্লব করে এগিয়ে যেতে হয়৷''

বিমান নির্মাণ শিল্প গ্রাফিনের পূর্ণ সদ্ব্যবহার করতে পারে৷ এয়ারবাস কোম্পানির রোলঁ টেভেন্যাঁ ৩০ বছরেরও বেশি সময় ধরে হালকা উপকরণ নিয়ে কাজ করছেন৷ এগুলি জ্বালানির ব্যবহার কমায়, এর ক্ষয় হয় অনেক ধীর গতিতে৷ এই ক্ষেত্রেও গ্রাফিন-এর ভবিষ্যৎ উজ্জ্বল৷ তবে বিশেষজ্ঞ হিসেবে তাঁর মনে কিছু সংশয় রয়েছে৷ তিনি বলেন, ‘‘গ্রাফিন এখনো খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে৷ আমি জানি, বিজ্ঞানীদের জন্য এই উপকরণ সম্ভাবনায় ভরপুর৷ তবে আমাদের ব্যবসার জন্য এখনো সেই পর্যায় আসেনি৷ এর অর্থ হলো, বিমান তৈরির জন্য নতুন কোনো প্রযুক্তি প্রয়োগ করতে চাইলে ১০ বছর আগে তা প্রস্তুত হতে হবে এবং পাঁচ বছর আগে তা হাতে পেতে হবে৷ অর্থাৎ আগামী দশকগুলির জন্য গ্রাফিন ভালো হতে পারে৷ তবে আজ এর সম্ভাবনা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না৷''

তা সত্ত্বেও গ্রাফিন-কে ঘিরে আগ্রহ বেড়েই চলেছে৷ ইয়ারি কিনারেট এখানে শিল্পক্ষেত্রের জন্য প্রথম কর্মশালা আয়োজন করেছেন৷ যারা এটি কাজে লাগাবেন, তাঁদের বলতে হবে, তাঁরা গবেষকদের কাছ থেকে কী চান৷ আর গবেষকরা বলবেন, কী করা সম্ভব৷

এশিয়া ও অ্যামেরিকায় বিজ্ঞানী মহল, অর্থনীতি জগত ও রাজনৈতিক নেতারা গবেষণার ফল দ্রুত পণ্যের মধ্যে আনতে চায়৷ ইউরোপের গবেষকদের জন্য প্রতিযোগিতা বাড়ছে৷ ইয়ারি কিনারেট বলেন, ‘‘চীন সম্প্রতি গ্রাফিন সংক্রান্ত গবেষণায় অনেক অর্থ ঢালতে শুরু করেছে৷ সঠিক অঙ্কটা জানি না৷ তবে চীন থেকে পেটেন্ট-এর আবেদনের তালিকায় তা দেখা যাচ্ছে৷ চীনা গবেষকরা এই নিয়ে অনেক প্রতিবেদনও লিখছেন৷ অর্থাৎ সংখ্যার বিচারে তারা বেশ এগিয়ে৷ তবে সবার ক্ষেত্রে উচ্চমানের নিশ্চয়তা নেই৷''

গ্রাফিন দিয়ে বহুতল বাড়ি নির্মাণ করা যেতে পারে৷ কম্পিউটারের গতি ও ক্ষমতা বাড়তে পারে৷ তবে গ্রাফিন বিশ্ব দখল করার আগে আরও অনেক গবেষণা ও সম্মেলনের প্রয়োজন রয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য