1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টারনেট বন্ধের মহড়া

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ আগস্ট ২০১৬

নিরাপত্তার প্রয়োজনে ভবিষ্যতে যেন কোনো নির্দিষ্ট অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করা যায় সেই সক্ষমতা অর্জনে এখন থেকে নিয়মিতভাবে মহড়ার আয়োজন করা হবে বলে জানিয়েছে বিটিআরসি৷

https://p.dw.com/p/1Jbb9
Symbolbild zur PK Digitale Agenda der Bundesregierung 20.08.2014
ছবি: Reuters

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির সচিব সরওয়ার আলম ডয়চে ভেলেকে জানান, ভবিষ্যতে মফস্বল এলাকা সহ দেশের অন্যান্য অঞ্চলেও মহড়া হবে৷ উল্লেখ্য, গত সোমবার মধ্যরাতের পর প্রথমবারের মতো ঢাকার শাহবাগ, বাংলামোটর, কারওয়ানবাজার, কলাবাগান, পরিবাগসহ আশেপাশের এলাকায় অল্প সময়ের জন্য ইন্টারনেট ও টেলিকম সেবা বাধাগ্রস্ত হয়৷

মহড়ার শুরুতে ইউআরএল ও ওয়েবসাইট ফিল্টারিং করা হয়৷ রাত একটার পরে ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়৷ আর রাত আড়াইটার পরে রাজধানীর শাহবাগ এলাকায় মোবাইল সংযোগও বন্ধ করে দেওয়া হয়৷ সবকিছুই বন্ধ করা হয় কিছু সময়ের জন্য৷

বিটিআরসির সচিব সরওয়ার আলম

জানা গেছে, ইন্টারনেট নেটওয়ার্ক দ্রুত বন্ধ করা গেলেও মোবাইল নেটওয়ার্ক বন্ধে বেশি সময় লাগে৷ কারণ শাহবাগ এলাকায় মোবাইল অপারেটরগুলোর ৬০টি বিটিএস তথা টাওয়ার রয়েছে৷ সেগুলো বন্ধে কারিগরি দুর্বলতার চেয়ে প্রশাসনিক জটিলতা বেশি চোখে পড়েছে৷

মহড়া শুরু হওয়ার আগে বিটিআরসি আইন-শৃঙ্খলাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন নেটওয়ার্ক অপারেটরের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে৷ এরপরই শুরু হয় মহড়া৷

গত ১ জুলাই রাতে ঢাকার গুলশানে জঙ্গি হামলা চলার সময় আইন-শৃঙ্খলাবাহিনী নির্দেশ দিলেও তাৎক্ষণিকভাবে ইন্টারনেট ও টেলিকম নেটওয়ার্ক সেবা বন্ধ করা সম্ভব হয়নি৷ কেন্দ্রীয়ভাবে রিয়েল টাইমে টেলিকম নেটওয়ার্ক বন্ধ করার প্রযুক্তি না থাকায় এ সমস্যা হয়েছিল বলে জানিয়েছেন ইন্টারনেট ও টেলিকম সেবাদাতা একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা৷

বিটিআরসির মুখপাত্র সরওয়ার আলম জানান, ‘‘আমরা নিয়মিতভাবে এই ড্রিল করব৷ এটি আমাদের রুটিন ওয়ার্ক৷ তবে এটি কোনো বিশেষ অভিযানের মতো নয়৷ আমরা একটি ড্রিল করেছি৷ পরেরটা কবে করব তা আমরা এখনো ঠিক করিনি৷ তবে আমরা বছর ধরেই এটা করব৷ যাতে সরকার নিরপাত্তার প্রয়োজনে চাইলে ব্যবস্থা নেয়া যায়৷''

তিনি আরো জানান, ‘‘আমরা একটি জিআইএস (জিওগ্রাফিক্যাল ইন্টারনেট সিস্টেম) ম্যাপ করেছি, যা দিয়ে আমরা সঠিকভাবে ইন্টারনেট-এর লাইন চিহ্নিত করতে পারব৷ এর আগে কোথায় কোন জিএসপি, কোথায় ফাইবার, ওয়াইম্যাক্স এগুলো শনাক্ত করা যেতনা৷''

বিটিআরসির সচিব বলেন, ‘‘নিরাপত্তার জন্য এই ড্রিল খুবই জরুরি৷ এর মাধ্যমে আমাদের সক্ষমতা যাচাই ও অর্জনের কাজও চলছে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য