1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাঙার মুখে করিশমার বিয়ে, কারণ নন্দিতা

২৯ নভেম্বর ২০১০

বিয়ে প্রায় ভাঙার মুখে৷ কথা হচ্ছে সঞ্জয় করিশমার৷ কাপুর পরিবারের কন্যা করিশমা ঢাক ঢোল পিটিয়ে সঞ্জয় কাপুরকে শাদি করেছিলেন ২০০৩-এ৷ কিন্তু এখন শোনা যাচ্ছে আবার সঞ্জয়ের জীবনে ফিরে এসেছেন প্রাক্তন স্ত্রী নন্দিতা৷

https://p.dw.com/p/QKZZ
করিশমা কাপুর, বিয়ে, নন্দিতা, সঞ্জয়, দিল্লী, ভারত, শাদি, Karishma Kapoor, Marriage, Divorce, Delhi, Mumbai, Bollywood
করিশমার বিয়ে ভেঙে যেতে পারেছবি: UNI

২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় আর নায়িকা করিশমার বিয়ে নাকি ভারতের সবচেয়ে জাঁকজমকের বিয়ে হয়েছিল৷ এক টিভি চ্যানেল পুরো বিয়েটাই প্রচার করেছিল জমিয়ে৷ বিয়ের পরের দিকেও একেবারে মাখনের মধ্যে দিয়ে ছুরির মত চলছিল দাম্পত্য৷ কিন্তু, সেই সুখের ঘরে আগুন লেগে গেছে৷ বলি বাতাসে সেরকমই ফিসফাস৷ দিনের পর দিন নায়িকা মুম্বইয়ে বাপের বাড়িতে বসা৷ বরের সঙ্গে সাক্ষাৎ তো দূরস্থান, যোগাযোগও নেই৷ আর বর সঞ্জয় ওদিকে দিল্লীতে নিজের প্রাক্তন স্ত্রী নন্দিতা মাহতানির সঙ্গে সময় কাটাচ্ছেন বলে খবর৷

খবর আরও বলছে, মার্কিন নাগরিক, ধনী হোটেল ব্যবসায়ী, একদা মডেলিং করা নন্দিতা মাহতানির সঙ্গে দিল্লীর বেশ কিছু অভিজাত রেস্তোরাঁয় নিয়মিত দেখা যাচ্ছে সঞ্জয়কে৷ এই প্রাক্তন দম্পতির একটি কন্যাও বর্তমান৷ ঘনিষ্ঠ মহলে সঞ্জয়ের যদিও দাবি, ‘নন্দিতার সঙ্গে এখন আমার সেরেফ বন্ধুত্বের সম্পর্ক!' কিন্তু তাতে চিঁড়ে ভিজছে না৷ কারণ করিশমার দিল্লীতে স্বামীর ঘরে না ফেরাটা দুইয়ে দুইয়ে চারের জন্ম দিচ্ছে৷

দুইয়ে দুইয়ে আরেকটি চার আবার হাঁকিয়ে বসে আছেন নন্দিতা নিজেও৷ ফ্লপ অভিনেতা কিন্তু নামজাদা প্লেবয় দিনো মারিয়াই নাকি নন্দিতার এই শূন্য জীবনের একমাত্র প্রেম৷ সে খবরও বাজারে উড়ছে৷ কিন্তু দিনোর সঙ্গে নন্দিতার সম্পর্কের রসায়নটা কে কখন দেখেছে, তা নিয়েও আবার হাজার প্রশ্ন৷

সেসব তো এহ বাহ্য৷ আগের আরও কথা হল, করিশমার একদা বান্ধব, মানে বয়ফ্রেন্ড বিগ বি পুত্র অভিষেক বচ্চন তো এখন ঐশ্বরিয়াকে নিয়ে সুখে ঘরকন্না করছেন৷ তিনি যে আবার করিশমার দিকে পাশ ফিরবেন, সে আশার কোনরকম সম্ভাবনাও দিগন্তে দেখা মুশকিল৷ তার ওপর স্বামী সঞ্জয়ের নন্দিতা লীলা৷ সবকিছু মিলিয়ে পরিস্থিতি যাকে বলে হযবরল৷ এখন এই হযবরল -র শেষে কী তাহলে কাপুর পরিবারের কন্যাটির বিবাহ বিচ্ছেদ?

বলিউডি বাতাসে সেই বিচ্ছেদের সম্ভাবনারই করুণ সুর৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম