1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় মুঠোফোন তৈরি হবে বাংলাদেশে

৭ জানুয়ারি ২০১১

ভারতের মুঠোফোন ব্র্যান্ড জেন মোবাইলস শীঘ্রই বাংলাদেশের বাজারে প্রবেশ করতে যাচ্ছে৷ আগামী এপ্রিলের মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে মুঠোফোন তৈরির ঘোষণাও দিয়েছে সংস্থাটি৷

https://p.dw.com/p/zubQ
ভারতের বাজারে জেন মুঠোফোন-এর বয়স ১৮ মাস (ফাইল ছবি)ছবি: picture alliance/Dinodia Photo Library

ভারতীয় সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছে এই খবর৷ জেন-এর বাণিজ্য শাখার প্রধান ভিক্টর সোম এই প্রসঙ্গে জানান, আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবো৷ এক্ষেত্রে ১০ কোটি ভারতীয় টাকা বিনিয়োগ করা হবে৷ নতুন দিল্লিতে কিংবা ঢাকায় এই বিষয়ে শীঘ্রই চুক্তি সম্পাদন করা হবে বলেও জানিয়েছেন সোম৷ এই প্রসঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্য এখনো কিছু জানানো হয়নি৷

আইএনএস-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি মাসে তিন লাখ মুঠোফোন বিক্রি করে জেন৷ বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই বিক্রির পরিমাণ ২০১২ সালের মধ্যে ১০ লাখে নিয়ে যেতে চায় সংস্থাটি৷ এজন্য বাংলাদেশে একটি উৎপাদন কারখানাও চালু করবে জেন৷ প্রতিমাসে এক লাখ মুঠোফোন উৎপাদনে সক্ষম এই কারখানা বাংলাদেশের কোথায় স্থাপন করা হবে তা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি৷

উল্লেখ্য, শুধু বাংলাদেশ নয় ইতিমধ্যে নাইজেরিয়া এবং শ্রীলংকার বাজারেও প্রবেশ করেছে জেন৷ তবে, ভারতে কিন্তু সংস্থাটির বয়স খুব বেশি নয়৷ মাত্র ১৮ মাসে আগে ভারতে মুঠোফোন বিক্রি শুরু করে জেন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য