1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় হিন্দি ছবি আমদানির সিদ্ধান্ত বাতিল

২৭ এপ্রিল ২০১০

বাংলাদেশে বিমানবন্দর নিরাপত্তায় তৈরি হচ্ছে বিশেষ বাহিনী৷ অন্যদিকে ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত মানুষদের দুঃখ কমছে না৷ এরইমাঝে ভারতীয় চলচ্চিত্র আমদানির সিদ্ধান্ত আবারো বাতিল করেছে সরকার৷

https://p.dw.com/p/N7G1
ফাইল ফটোছবি: AP

বিশেষ বাহিনী

মঙ্গলবার সংবাদপত্রগুলোকে নির্দিষ্ট কোন ইস্যুর পেছনে ছুটতে দেখা যাচ্ছে না৷ বরং একেকটি পত্রিকার প্রধান শিরোনাম একেক রকম৷ দৈনিক কালেরকন্ঠ শিরোনাম করেছে বিমানবন্দর নিরাপত্তায় গঠিত বিশেষ বাহিনী নিয়ে৷ পত্রিকাটি বলছে, বিশেষ এই বাহিনী বিমানবন্দর নিরাপত্তার পাশাপাশি উড়োজাহাজ ছিনতাইয়ের মতো যেকোন পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবে৷

আইলা

দৈনিক প্রথম আলোর নজর ঘূর্ণিঝড় আইলা দুর্গত মানুষদের দিকে৷ পত্রিকাটির শিরোনাম, ‘জোয়ার-ভাটার টানেই বাঁধ ভাঙছে, বৃষ্টি হলে কী হবে!'৷ গত বছর ঘূর্ণিঝড় আইলায় খুলনা এবং সাতক্ষীরার বেশ কিছু এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়৷ কিন্তু পরবর্তীতে সরকার এসব এলাকা পুর্নবাসনে তেমন কার্যকর উদ্যোগ নেয় নি৷ ফলে এসব এলাকার মানুষ এখনও আতঙ্কের মধ্যে আছেন৷ এই বিষয়টিকেই ফুটিয়ে তুলেছে দৈনিক প্রথম আলো৷

চলচ্চিত্র আমদানি বাতিল

গত শনিবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী জানিয়েছিলেন, ভারতীয় বা দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার৷ কিন্তু সোমবারই সরকার আবার এই সিদ্ধান্ত বাতিল করেছে৷ বিডিনিউজটোয়েন্টিফোর ডট কম এই প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ সেখানে বাণিজ্যমন্ত্রীর মন্তব্য দেওয়া হয়েছে ঠিক এইভাবে, ‘‘চলচ্চিত্র শিল্পের ক্ষতি হয় এমন কোন কাজ সরকার করবে না৷ বাংলাদেশে যাতে উপমহাদেশের অন্যান্য দেশের চলচ্চিত্র না আসতে পারে সে ব্যবস্থা নেবো আমরা৷''

ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দুই ছাত্রকে নাকি মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা৷ দৈনিক ইত্তেফাক দিয়েছে এই খবর৷ বিষয়টি বেশ উদ্বেগজনক, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত কয়েকমাসে ছাত্রীদের উত্ত্যক্ত করার বেশ কয়েকটি ঘটনা ঘটলো৷ এগুলো প্রতিরোধে সরকারের আরো কঠোর ভূমিকা নেয়া উচিত বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়