1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের কাছে ৩-১ গোলে পাকিস্তানের পরাজয়

২৩ মার্চ ২০১১

গোটা উপমহাদেশের নজর যখন বিশ্বকাপ ক্রিকেটে ভারত ও পাকিস্তানের সাফল্যের দিকে, তখন সুদূর মালয়েশিয়ায় এএফসি চ্যালেঞ্জ কাপের কোয়ালিফাইয়িং ম্যাচে মুখোমুখি হলো দুই দেশের ফুটবল টিম৷

https://p.dw.com/p/10gEw

২০১২-র এএফসি চ্যালেঞ্জ কাপের বি গ্রুপের যোগ্যতা অর্জন খেলায় বুধবার ভারত পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে৷ খেলা অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার পেটালিং জয়ার এমবিজেপি স্টেডিয়ামে৷ দুটি ম্যাচ থেকে ভারত ৬ পয়েন্ট পেয়েছে৷ নিয়ম অনুযায়ী এই ফলাফলের মধ্যে দিয়ে আগামী বছরের ফাইনাল পর্যায়ে খেলার জন্যে তারা তাদের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছে৷ ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোন খেলাই মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করে৷ বুধবারের ফুটবল ম্যাচও তার ব্যতিক্রম ছিল না৷ যদিও অনেকে মনে করেন, ক্রিকেট বা হকির মতো প্রতিদ্বন্দ্বিতা ফুটবলে হয় না৷

চীনা তাইপে টিমের বিরুদ্ধে সোমবার ভারতের ৩-০ গোলে জয়লাভের পরে ভারতীয় কোচ বব হিউটন দলের লাইন-আপে পরিবর্তন এনেছেন৷ দলের প্রতিরক্ষায় তিনি তরুণ রাজু গায়কোয়াড়ের স্থলাভিষিক্ত করেছেন অভিজ্ঞ আনওয়ারকে৷ অর্থাৎ আনওয়ার কেন্দ্রীয় ডিফেন্ডার হিসেবে এসেছেন৷ অন্যদিকে ডিফেন্ডার হিসেবে রয়েছেন গোভিন সিং৷ তবে এত প্রস্তুতি সত্ত্বেও ভারতকে আচমকা চমকে দিয়ে গোল করে বসেন পাকিস্তানের আরিফ মেহমুদ৷ ভারত অবশ্য দমে যায় নি৷ ৬৭ মিনিটের মাথায়দলের পক্ষে প্রথম ও তারপর অতিরিক্ত সময়ে শেষ গোলটিও করেন জেজে লালপেখুলনা৷ মাঝের গোলটি করেন স্টিভেন বেনেডিক ডিয়েস৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন