1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের প্রয়োজন ৩৪০ রান, আর দক্ষিণ আফ্রিকার ১০ উইকেট

৬ জানুয়ারি ২০১১

সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের চতুর্থ দিন বুধবারে দিনের শেষে জ্যাক ক্যালিসের শতকের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৩৪১ রান করেছে দক্ষিণ আফ্রিকা৷ পঞ্চম দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩৪০ রান৷ আর দক্ষিণ আফ্রিকার ১০ উইকেট৷

https://p.dw.com/p/zu5I
জ্যাক ক্যালিসছবি: AP

২৪০ বলের ৩৮০ মিনিটের এই নকে জ্যাক ক্যালিস ১০৯ রানে অপরাজিত ছিলেন৷ প্রথম ইনিংসেও শতক (১৬১) হাঁকিয়েছিলেন ক্যালিস৷

এর আগে শচীন টেন্ডুলকারের শতকের সুবাদে প্রথম ইনিংসে ৩৬৪ রান করে ভারত৷ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ৩৬২৷

কেপ টাউনের নিউল্যান্ডসে ২ উইকেটে ৫২ রান নিয়ে বুধবারের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা৷ কোনো রান যোগ না করেই ফিরে যান আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অ্যালভিরো পিটারসেন৷

অপর অপরাজিত ব্যাটসম্যান হাশিম আমলাও ২ রান করে সাজঘরের ফিরে যান৷ দু'টি উইকেটই নেন হরভজন সিং৷

এবি ডি ভিলিয়ার্স ও অ্যাশওয়েল প্রিন্স বিদায় নিলে ১৩০ রানেই ৬ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা৷ এ অবস্থায় দলের হাল ধরেন জ্যাক ক্যালিস ও মার্ক বাউচার৷ এই জুটি যোগ করেন ১০৩ রান৷ বাউচার ৫৫ রান করে শচীন তেন্ডুলকারের বলে এলবিডব্লিউ হন৷ এছাড়া ডেল স্টেইন ৩২ ও মর্নে মরকেল ২৮ রান করেন৷

ভারতের হরভজন সিং ৭ উইকেট নেন ১২০ রানে৷ এছাড়া ১টি করে উইকেট নেন জাহির খান, ইশান্ত শর্মা ও শচীন তেন্ডুলকার৷ প্রথম টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেলেও দ্বিতীয় টেস্টে জিতে ভারত তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায়৷

Sachin Tendulkar
শচীন টেন্ডুলকারছবি: AP

বুধবারের খেলা শেষে হরভজন সিং জ্যাক ক্যালিসের খেলা প্রসঙ্গে বলেন, ‘‘এইভাবে পরিস্থিতির মোকাবিলা করতে আমি খুব কম ব্যাটসম্যানকেই দেখেছি৷'' তিনি বলেন, ‘‘আমি মনে করি, তেন্ডুলকারের পরে ক্যালিসই বিশ্বের সেরা ক্রিকেটার৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী