1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের রেসকিউ ফাউন্ডেশন পেল এশিয়া ডেমোক্র্যাসি পুরস্কার

৮ নভেম্বর ২০১০

তাইওয়ানের ফাউন্ডেশন ফর ডেমোক্র্যাসি সংস্থা ঘোষণা করেছে, তাদের ২০১০ সালের এশিয়া ডেমোক্র্যাসি পুরস্কারটি পাবে ভারতের রেসকিউ ফাউন্ডেশন৷ এই এনজিও পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছে এমন অল্পবয়সী মেয়েদের উদ্ধার করে থাকে৷

https://p.dw.com/p/Q1Z3
নারী পাচারের মোকাবিলা করছে রেসকিউ ফাউন্ডেশনছবি: picture-alliance/dpa

তাইওয়ান ফাউন্ডেশন'র সভাপতি ওয়াং জিন-পিং বলছেন, ‘‘দক্ষিণ এশিয়ার যেসব নারী পাচার হয়ে যাচ্ছে এবং যাদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে, বহু বছর ধরেই এই রেসকিউ ফাউন্ডেশন তাদের উদ্ধারের কাজ করে যাচ্ছে৷ এইসব নারীদের জীবনকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করছে এই প্রতিষ্ঠান৷''

তিনি আরও বলেন, ভারতের ঐ বেসরকারি সাহায্য প্রতিষ্ঠানটি এইচআইভি সনাক্তকরণের পরীক্ষা এবং তার চিকিৎসায়ও কাজ করছে৷ তাছাড়া ঐসব নারীদের আত্মনির্ভরশীল হতে তারা বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং মানসিক সমর্থন দিয়ে আসছে৷

Frauenhandel in Indien
দক্ষিণ এশিয়ায় নারী পাচার আজও এক বড় সমস্যাছবি: AP

পতিতাবৃত্তি থেকে অল্পবয়সী মেয়েদের উদ্দআর করার কাজে নিয়োজিত রেসকিউ ফাউন্ডেশন মুম্বাই শহরে অবস্থিত৷ গত আট বছর ধরে কাজ করে যাচ্ছে তারা৷ প্রতি বছর প্রায় ৩শ' মেয়েকে মুক্ত করেছে এই প্রতিষ্ঠান৷ এইসব মেয়েদের পাচার করা হয়েছিলো এবং পতিতাবৃত্তির জন্য বিক্রি করে দেওয়া হয়েছিলো৷

ডিসেম্বরের ১০ তারিখে তাইপে শহরে এক অনুষ্ঠানে এই এশিয়া ডেমোক্র্যাসি পুরস্কার অর্পণ করবেন তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জেওস৷ এবার পঞ্চমবারের মত দেয়া হবে এই পুরস্কার৷ পুরস্কার হিসেবে দেয়া হয় এক লাখ মার্কিন ডলার এবং একটি ভাস্কর্য৷ এশিয়ায় গণতন্ত্র ও স্বাধীনতার অগ্রগতি সাধনে ২০০৬ সালে ‘দ্য তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি' এই পুরস্কারের প্রচলন শুরু করে৷ প্রতিবছর ডিসেম্বরের ১০ তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই পুরস্কার দেয়া হয়৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক