1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে আবার পাট রপ্তানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ

৩১ মার্চ ২০১০

বেশ কিছুটা বিরতির পর বাংলাদেশ আবার ভারতে কাঁচা পাটের আঁশ রপ্তানি করবে৷ এই তথ্য দিয়েছেন খোদ বাংলাদেশের শিল্পমন্ত্রী৷

https://p.dw.com/p/Mivi
নৌকা করে পাট সরবরাহ করছে বাংলাদেশের দরিদ্র কৃষকছবি: picture-alliance/ dpa

গত বছর, ভারত সহ অন্যান্য দেশে কাঁচা পাট রপ্তানি নিষিদ্ধ করে বাংলাদেশ৷ এই নিষেধাজ্ঞার বড় কারণ ছিল, দেশের নিজস্ব পাটশিল্পের কারখানাগুলোতে তাদের উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরিমাণ পাট যেন সহজেই পাওয়া যায় তা নিশ্চিত করা৷ কারণ পাট রপ্তানি করার ফলে, অভ্যন্তরীণ চাহিদা মিটানোর জন্য যে পরিমাণ পাট প্রয়োজন তা লভ্য না হওয়ায় এর দাম বাজারে বাড়তে থাকে৷ আর তাই পাটজাত দ্রব্য উৎপাদনের মাত্রা খুব দ্রুত কমতে থাকে৷

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত এক বৈঠকে বাংলাদেশের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘‘পর্যাপ্ত পরিমাণ কৃষি জমি ব্যবহার করা হয় পাট ছাড়া অন্যান্য শস্য উৎপাদনের জন্য৷ তবে, এখন তার পরির্বতন ঘটবে৷ আমরা আরও ভালজাতের পাট উৎপাদন করবো৷ যদিও বর্তমানে বাংলাদেশ কোন দেশে কাঁচা পাট রপ্তানি করছে না৷ আমরা এখন রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি৷''

Jutetaschen
এ ধরণের পাটের ব্যাগ জার্মানিতেও রপ্তানি করে থাকে বাংলাদেশছবি: picture-alliance/ dpa

তিনি আরও জানান, বর্তমানে অবস্থার অনেক উন্নতি হয়েছে৷ ঐ অবস্থার কারণে পাটশিল্পের বহু কারখানা বন্ধ হয়ে গিয়েছিল৷ তবে এবার তা পুনরায় চালু হবে৷

বাংলাদেশ বিশ্বে পাটজাত দ্রব্য রপ্তানিকারক দেশগুলোর অন্যতম৷ প্রতি বছর বাংলাদেশ ৫.৫ মিলিয়ন বেলস পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে থাকে৷ কাঁচা পাট আমদানিকারক দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান এবং চীন অন্যতম৷

প্রতিবেদন : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক