1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হৃদরোগ নির্ণয়ের সস্তা যন্ত্র

মুরালি কৃষ্ণন/এসিবি১ মে ২০১৪

হৃদরোগ নির্ণয়ের জন্য ‘আল্ট্রাসোনোগ্রাম’ করাতেই হয়৷ যন্ত্রটি বেশ দামি৷ চালানোর জন্যও চাই দক্ষ কর্মী৷ তবে ভারতের বিজ্ঞানীরা এবার এমন এক যন্ত্র উদ্ভাবন করেছেন, যা শরীরের ভেতরের কোনো ছবি না তুলেই জানাতে পারে বৃত্তান্ত৷

https://p.dw.com/p/1BrYZ
ARTSENS Medizin Untersuchungsmethoden Indien
ছবি: Murali Krishnan

যন্ত্রটির দাম কম, ক্ষতিকরও নয়! ‘আল্ট্রাসাউন্ড' বা ‘আল্ট্রাসোনোগ্রাম' প্রক্রিয়ার জন্য যে যন্ত্রটি আজকাল ব্যবহার করা হয়, তার দাম ২০ হাজার ইউরোর মতো৷ ভারতের চেন্নাইয়ের এক দল বিজ্ঞানী এমন এক যন্ত্র উদ্ভাবন করেছেন, যা ‘আল্ট্রাসাউন্ড'-এর জন্য ব্যবহৃত সোনোগ্রাম মেশিনের চেয়ে অনেক ছোট, চালানো সহজ, দামও মাত্র ১২শ ইউরো৷ প্রচলিত যন্ত্রটি যেভাবে ছবি তুলে হৃদরোগ নির্ণয় করে, ভারতে সদ্য উদ্ভাবিত যন্ত্রটির বেলায় তারও দরকার পড়ে না৷

ছোট্ট যন্ত্রটির কাজ শুধু ধমনীর সংকোচন রোধ করা৷ যখনই ধমনীর সরু হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়, তখনই হৃদরোগের ঝুঁকির কথা জানিয়ে দেয় ‘আর্টারিয়াল স্টিফনেস ইভালুয়েশন ফর নন-ইনভেসিভ স্ক্রিনিং', সংক্ষেপে ‘আর্টসেন্স' নামের যন্ত্রটি৷

এমন এক যন্ত্র উদ্ভাবন সারা বিশ্বের জন্যই বড় সুখবর৷ চেন্নাইয়ের হেল্থকেয়ার টেকনোলজি ইনোভেশন সেন্টার বা এইচটিআইসি-র আর্টসেন্স ভারতে হৃদরোগে মৃত্যুর হার কমাতে পারবে বলে আশা করা হচ্ছে৷ প্রতি বছর ভারতে অন্তত ২৫ লাখ মানুষ হৃদরোগে মারা যান৷ তাই আগেভাগে রোগ নির্ণয় করা গেলে মৃত্যুর হার তো কমবেই!

এ পর্যন্ত তিনবার আর্টসেন্স-এর কার্যকারীতা পরীক্ষা করে দেখেছেন এইচটিআইসি-র বিজ্ঞানীরা৷ ফলাফল এত ভালো যে ভবিষ্যতে সারা দেশে এর ব্যবহার শুরু করার ব্যাপারে তাঁরা খুব আশাবাদী৷ এইচটিআইসি-র প্রধান মোহনশঙ্কর শিবপ্রকাশম জানিয়েছেন, আর্টসেন্স বাজারে আসতেও খুব বেশি সময় লাগবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য