1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে পাইলটদের ভুয়া সার্টিফিকেট, আতঙ্কে বিমান যাত্রীরা

২৫ মার্চ ২০১১

পাইলটদের লাইসেন্স কেলেঙ্কারিতে এখন তোলপাড় গোটা ভারত৷ একের পর এক পাইলটের জাল সার্টিফিকেট বের হচ্ছে তদন্ত অভিযানে৷ সর্বশেষ শুক্রবার আরও ১৪ জন পাইলটের লাইসেন্স বাতিল করলো কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/10hJA
ছবি: picture alliance/dpa

শুরুটা হয়েছিল গত জানুয়ারি মাসে যখন ইন্ডিগো কোম্পানির এক মহিলা পাইলটের ভুলের কারণে একটি যাত্রীবাহি বিমান দুর্ঘটনায় পড়তে যাচ্ছিলো৷ বিমানটি পিছনের চাকার উপর না নামিয়ে তিনি সামনের চাকার ওপর নামানোর চেষ্টা করায় বিপদ ঘটতে যাচ্ছিলো৷ পাইলটের এতবড় ভুলের পর টনক নড়ে কর্তৃপক্ষের৷ ওই পাইলটের কাগজপত্র পরীক্ষা করলে দেখা যায়, তিনি নকল সার্টিফিকেট নিয়েই এতবড় কোম্পানির চাকরি পেয়েছেন৷ এরপর থেকে শুরু হয় ব্যাপক তদন্ত অভিযান৷ গত দুই মাসে একের পর এক পাইলটের ভুয়া সার্টিফিকেট বের হয়ে আসে, দেখা যায় কীভাবে প্রয়োজনীয় প্রশিক্ষণ না নিয়েই তারা দিনের পর দিন যাত্রীবাহী বিমান চালিয়ে আসছে৷

জালিয়াতির এই ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ছয়জন পাইলটকে গ্রেফতার করা হয়েছে৷ বাতিল করা হয়েছে অনেকের লাইসেন্স৷ এসব পাইলটের মধ্যে ভারতের জাতীয় বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া'র পাইলটও রয়েছে বলে জানা গেছে৷ এছাড়া ‘স্পাইসজেট' ও ‘এমডিএলআর' কোম্পানিতেও অনেকে ভুয়া সার্টিফিকেট জমা দিয়ে পাইলট হয়েছে৷ এই ঘটনায় গোটা ভারতে বিমান যাত্রীদের মধ্যে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷

সম্প্রতি টেলিভিশনের টক শো'গুলোতে এই প্রসঙ্গ বেশ জোরেশোরে উঠে এসেছে৷ এমন এক টকশো'তে উপস্থিত ছিলেন উড়িষ্যা রাজ্যের সংসদ সদস্য বৈজয়ন্ত পান্ডা৷ এই ঘটনার ব্যাপারে তিনি বলেন, ‘‘এটা হচ্ছে কোন চিকিৎসকের ভুয়া সার্টিফিকেট থাকার মত৷ কারণ এর ফলে রোগীর জীবন বিপন্ন হতে পারে৷ কিন্তু এমন দুর্নীতি কেবল ভারতের বিমান খাতে নয় বরং আরও অনেক জায়গাতে এই ধরণের জালিয়াতি চলে আসছে৷''

উল্লেখ্য, ভারতে গত কয়েক বছর ধরে অভ্যন্তরীণ বিমান চলাচল বেড়ে চলেছে৷ এই ধরণের জালিয়াতির ঘটনা এই বাণিজ্যকে হুমকির মুখে ফেলবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য