1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে মুসলমানদের জন্য আলাদা ‘শেয়ার সূচক’ চালু

২৮ ডিসেম্বর ২০১০

মুসলমানদের আরও বেশি করে শেয়ার ব্যবসায় আনার জন্য আলাদা ‘শেয়ার সূচক’ চালু করলো বম্বে স্টক এক্সচেঞ্জ৷

https://p.dw.com/p/zqYU
বম্বে স্টক এক্সচেঞ্জছবি: UNI

সূচকের নাম ‘বিএসই তাসিস শরিয়া ৫০'৷ ইসলামি আইন মেনে যেসব কোম্পানি ব্যবসা করে থাকে, শুধুমাত্র তারাই এই সূচকের আওতায় থাকবে বলে জানা গেছে৷

বেশ কয়েকটি জরিপে দেখা গেছে, ভারতের ১৬ কোটি মুসলমানের অধিকাংশই শেয়ার ব্যবসায় আগ্রহী নন৷ কারণ তালিকাভুক্ত অনেক কোম্পানি ইসলামে নিষিদ্ধ এমন জিনিসের ব্যবসা করে থাকে৷ যেমন সিগারেট, অ্যালকোহল বা অস্ত্র৷ এছাড়া অনেক কোম্পানি সুদ থেকে লাভ গ্রহণ করে৷

জরিপের এই ফলই বম্বে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে নতুন সূচক চালু করতে আগ্রহী করে তোলে৷

তাকওয়া এডভাইজরি এন্ড শরিয়া ইনভেস্টমেন্ট সল্যুশনস বা তাসিস নামের একটি কোম্পানি ইনডেক্সে কোন্ কোন্ কোম্পানি থাকবে তা ঠিক করেছে৷ তাসিসের বোর্ড সদস্যদের মধ্যে রয়েছেন ইসলামি জ্ঞানসম্পন্ন ব্যক্তি ও আইন বিশেষজ্ঞ৷ তাই নতুন সূচক মুসলমানদের আকৃষ্ট করবে বলে আশা করছেন বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী মধু কানন৷

এদিকে তাসিসের গবেষণা পরিচালক শরিক নিসার বলেছেন বম্বে স্টক এক্সচেঞ্জে শরিয়া আইন মেনে চলা কোম্পানির সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি৷ তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সব মুসলিম দেশ ও পাকিস্তানে এধরনের যত কোম্পানি আছে তার চেয়ে বম্বে স্টক এক্সচেঞ্জে কোম্পানির সংখ্যা বেশি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম