1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত থেকে নেয়া ঋণ নিজস্ব সিদ্ধান্তে খরচ করবে বাংলাদেশ

৮ আগস্ট ২০১০

ভারত থেকে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণ বাংলাদেশ তার নিজস্ব সিদ্ধান্তেই খরচ করবে, ভারতের সিদ্ধান্তে নয়৷ পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি রোববার এ তথ্য জানিয়ে বলেছেন, ভারতের এই ঋণ কনসেশনাল লোন৷

https://p.dw.com/p/Of41
Dr. Dipu Moni, Foreign, minister, Bangladesh, বাংলাদেশ, পররাষ্ট্র মন্ত্রী, ডা. দীপু মনি,
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনিছবি: DW

তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন হলে ভারতের লাভ, আমাদের লাভ নেই-এই চিন্তা থেকে বের হতে না পারলে আসলেই বাংলাদেশ লাভবান হতে পারবে না৷

প্রণব মুখার্জির ঢাকা সফরের পরদিন ভারতের সঙ্গে বাংলাদেশের ঋণ চুক্তি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি৷ তিনি জানান, ১০০ কোটি মার্কিন ডলারের ঋণ বাংলাদেশ তার সিদ্ধান্ত অনুযায়ী খরচ করবে৷ এক্ষেত্রে ভারতের কোন চাপ নেই৷

রেল ও সড়কসহ অবকাঠামোগত উন্নয়ন হলে ট্রানজিট সহজ হবে৷ এতে ভারতসহ অন্যান্য দেশও সুবিধা পাবে৷ তিনি বলেন, উইন উইন অবস্থার সৃষ্টি হলে কখনোই দু‘দেশের মধ্যে চুক্তি হয় না, হয়না বন্ধুত্ব৷ বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন হলে শুধু ভারত লাভবান হবে এ ধরনের চিন্তা যারা করেন তারা সঠিক চিন্তা করেন না৷

ভারতের কাছ থেকে নেয়া লোনের সুদের হারকে তিনি বেশি বলতে নারাজ৷ তাঁর মতে এই ঋণ কনসেশনাল লোন৷ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার তার নির্বাচনী ইশতেহারে যে রূপ কল্পের কথা বলেছে তার বাস্তবায়নেই কাজ করছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য