1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-পাকিস্তান শান্তি প্রক্রিয়ায় নতুন হাওয়া

২৫ জুন ২০১০

ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রক্রিয়ার পালে আবারও বাতাস লেগেছে৷ আগামী মাসে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠককে সামনে রেখে বৃহস্পতিবার তাদের পররাষ্ট্র সচিবরা ইসলামাবাদে বৈঠক করলেন৷

https://p.dw.com/p/O2e1
গত ফেব্রুয়ারির বৈঠকের ছবিতে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদ্বয়ছবি: AP

উভয় পক্ষই শান্তি আলোচনার প্রতি সমর্থন ব্যক্ত করেছে৷ আগামী ১৫ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণা পাকিস্তান যাচ্ছেন৷ সেখানে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে তিনি বৈঠক করবেন৷ দুই পররাষ্ট্র মন্ত্রীর এই বৈঠককে সফল করতে এখন প্রাথমিক আলোচনা শুরু হয়ে গেছে৷ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাও এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করেন৷ সেখানে নিরুপমা রাও সাক্ষাৎ করেন পাকিস্তানী পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও পররাষ্ট্র সচিব সালমান বশিরের সঙ্গে৷ ভারতীয় সচিব এই সময় সন্ত্রাসের বিরুদ্ধে দুই দেশের উদ্বেগের কথা তুলে ধরেন৷ একই সঙ্গে উভয় পক্ষের মধ্যে শান্তির প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন৷ পাকিস্তানী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর নিরুপমা রাও বলেন, ‘‘আমি মনে করি যে দুই দেশই শান্তি চায়৷ এবং এটাই হচ্ছে আমাদের সংলাপ অনুষ্ঠানের মূল শক্তি৷ আমি মনে করি রোড ম্যাপ, এজেন্ডা এই ধরণের শব্দগুলো আমাদের এড়িয়ে চলা উচিত৷''

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সালমান বশির তাঁদের আলোচনাকে গঠনমূলক বলে মন্তব্য করেছেন৷ একই সঙ্গে তিনি আশা ব্যক্ত করেছেন দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের৷ তিনি বলেন, ‘‘এই প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর দুই দেশের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ইতিবাচক ফলাফল এবং উভয় দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি নিয়ে আমার আস্থা ও আশা আরও বেড়েছে৷''

এদিকে শাহ মেহমুদ কোরেশি জানিয়েছেন যে, পাকিস্তান ভারতের সঙ্গে শান্তিপূর্ণ এবং যথাযোগ্যভাবে সকল ইস্যু সমাধানে কাজ করে যেতে আগ্রহী৷ সন্ত্রাস দমনে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের ওপরও জোর দিয়েছেন পাকিস্তানী পররাষ্ট্র মন্ত্রী৷

উল্লেখ্য, এর আগে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হলেও কোন ফলাফল আসেনি৷ পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ভুটানে অনুষ্ঠিত এক বৈঠকে দুই দেশের শান্তি উদ্যোগ নতুন করে চালু করার সিদ্ধান্ত নেন৷ ২০০৮ সালের মুম্বইয়ে সন্ত্রাসী হামলার পর এই শান্তি আলোচনা বন্ধ করে দেয় ভারত৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক