1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-ফ্রান্স ঐতিহাসিক বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত

৬ ডিসেম্বর ২০১০

ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির ভারত সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে প্রতিনিধিস্তরে আলোচনার পর আজ নতুনদিল্লিতে বেসামরিক পরমাণু সহযোগিতাসহ সাতটি চুক্তি সই হয়েছে৷

https://p.dw.com/p/QQlZ
ভারত-ফ্রান্স পরমাণু চুক্তি স্বাক্ষরিতছবি: AP

পরমাণু বিদ্যুৎশক্তি উৎপাদনে ফরাসি সহযোগিতায় ভারতে পরমাণু চুল্লি নির্মাণের পথ সুগম হলো৷ সই হলো ভারত-ফ্রান্স জেনারেল ফ্রেমওয়ার্ক চুক্তিসহ মোট সাতটি চুক্তি৷ যারমধ্য দিয়ে প্রতিফলিত দুদেশের কৌশলগত সম্পর্কের গভীরতা৷

আজ নতুনদিল্লিতে প্রধানমন্ত্রী ড:মনমোহন সিং-এর সঙ্গে ভারত সফররত ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির মধ্যে আলোচনার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী ড: সিং বলেন, ফ্রেমওয়ার্ক চুক্তি অনুসারে ফ্রান্স শুরুতে দুটি পরমাণু রিয়্যাক্টর সরবরাহ করবে৷ পরে তা বেড়ে হবে দশ হাজার মেগাওয়াট দুষণমুক্ত পরমাণু বিদ্যুৎ৷ মহারাষ্ট্রের জাইতপুরে পরমাণু চুল্লি নির্মাণ, পরমাণু বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা, পরমাণু নিরাপত্তা, গবেষণা ও প্রশিক্ষণ এই চুক্তির অন্তর্গত৷ ফরাসি প্রেসিডেন্ট সার্কোজি বলেন, আমরা যত শীঘ্র সম্ভব এই চুক্তি বাস্তবায়িত করবো৷ টেকনিক্যাল বিষয় এবং দাম স্থির হবে পারস্পরিক আলোচনার মাধ্যমে৷ প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে সার্কোজি বলেন, মিরাজ-২০০০ জঙ্গি বিমান উন্নত করতে আমরা সম্মত হয়েছি৷ প্রতিরক্ষা ক্ষেত্রে ফ্রান্স ভারতের অত্যন্ত নির্ভরযোগ্য সহযোগি দেশ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷

যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট সার্কোজি পরমাণু সরবরাহকারী দেশগোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরালো সমর্থন জানান৷ বলেন ১০০কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতকে স্থায়ী সদস্য না করাটা অন্যায়৷ এটা শুধু ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ নয়, গোটা বিশ্বের ভারসাম্যের পক্ষেও এটা জরুরি৷

Sarkozy Bruni Indien 2010
চারদিনের সফরে ফরাসী প্রেসিডেন্ট সার্কোজি এখন ভারতেছবি: AP

সন্ত্রাস দমন, ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করা, আফগানিস্তানে ভারতের গঠনমূলক ভূমিকা নিয়েও দুই শীর্ষ নেতার মধ্যে কথা হয়৷

বেসামরিক পরমাণু সহযোগিতা ছাড়া সই হয় মেধাস্বত্ব, পরমাণু ডেটা সংক্রান্ত গোপনীয়তা রক্ষা, মহাকাশ গবেষণা, ভূবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন ও সাংস্কৃতিক চুক্তি৷

ফ্রান্স ২০১২ সালের মধ্যে এক হাজার কোটি ইউরো বিনিয়োগ করবে ভারতে৷ সেজন্য বিমা, খুচরো ব্যবসার বাজার খুলে দেবার ওপর জোর দেন ফরাসি বাণিজ্যিক প্রতিনিধিরা৷ ভারত-ফ্রান্স বাণিজ্যিক ফোরামে একথা বলেন ফরাসি অর্থমন্ত্রী ক্রিষ্টিন লাগার্দ৷

প্রেসিডেন্ট সার্কোজি আজ রাষ্ট্রপতি প্রতিভা দেবি সিং পাটিল, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করবেন৷ আগামীকাল তিনি যাবেন মুম্বাই৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক