1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত মহাসাগরের মৎস্য সম্পদ হুমকির মুখে

২২ ফেব্রুয়ারি ২০১০

বিশাল সাগর এলাকা ভারত নিয়ন্ত্রত৷ আর তা রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন আরও বেশি সংখ্যক উপকূল প্রহরী৷ কিন্তু, অবৈধ মাছ শিকারের কারণে ভারত মহাসাগরের মৎস্য সম্পদ হুমকির সম্মুখীন হচ্ছে৷

https://p.dw.com/p/M7b0
ভারত মহাসাগরে অনেকেই মাছ ধরে অবৈধ ভাবেছবি: AP

বর্তমানে এই বিশাল এলাকাজুড়ে মাছ ধরা চলছে অবৈধভাবে৷ উপকূল প্রহরীরা একাধিক অবৈধ মাছ ধরার নৌকা আটক করেও এই মাছ শিকার বন্ধ করতে পারছে না৷ জেলেরা নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার চালিয়ে যাচ্ছে৷ আর তাই বিভিন্ন ধরণের বড় ছোট মাছ আটকা পড়ে এই জালে৷ আর এই কারণেই মাছ বাড়ার সুযোগও কমে যাচ্ছে৷

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর হিসাব অনুযায়ী ভারত মহাসাগরে ১৮ শতাংশ মাছ শিকার করা হয় অবৈধভাবে৷ ইউরোপীয় কমিশনের একটি পরিসংখ্যানে বলা হয়েছে সারা বিশ্বে প্রতি বছর প্রায় ১০ বিলিয়ন মাছ অবৈধভাবে শিকার করা হয়৷

মাছ বাজারজাত ও রপ্তানীর ক্ষেত্রেও অবলম্বন করা হচ্ছে বিভিন্ন অবৈধ ও অত্যাধুনিক সব পন্থা৷ আর তাই তা নিয়ন্ত্রণ করা হয়ে পড়ছে আরও কঠিন৷ ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়ে কঠোর আইন প্রণয়নের চিন্তাভাবনা করছে৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আবদুস সাত্তার