1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত সফরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা

৪ জুন ২০১০

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্ত ভিতের ওপর দাঁড় করাতে চান জুমা৷ তাই প্রেসিডেন্ট হিসেবে কার্যভার গ্রহণের পর, রাষ্ট্রীয় সফরের জন্য এশিয়ার মধ্যে প্রথম ভারতকেই তিনি বেছে নিলেন তিনি৷

https://p.dw.com/p/NhsC
শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাছবি: AP

শুক্রবার সকালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর বৈঠক হয়৷ কথা হয় বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে৷ যার মধ্যে ছিল প্রতিরক্ষা, বাণিজ্য, কৃষি, পরিবহন ইত্যাদি৷ এছাড়া, জাতিসংঘের সংস্কার ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দু'দেশের আরো ঘনিষ্ঠ সহযোগিতার সম্ভাবনাও ব্যক্ত করেন উভয় নেতা৷

আজ সন্ধ্যায় প্রতিনিধিস্তরে আলোচনার পর, কয়েকটি চুক্তি সই হওয়ার কথা৷ এর মধ্যে উল্লেখযোগ্য দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি৷ গতকাল মুম্বই-এ ভারতীয় শিল্পমহলের শীর্ষ ব্যক্তিদের এক সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জুমা বলেন যে, তিনি চান ২০১২ সাল নাগাদ দুদেশের বাণিজ্যিক লেনদেনের পরিমাণ বর্তমানের সাড়ে সাতশো কোটি মার্কিন ডলার থেকে বেড়ে হোক এক হাজার কোটি মার্কিন ডলার৷

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জুমা ২০০ সদস্যের একটি বড় প্রতিনিদল নিয়ে গত বুধবার মুম্বই আসেন৷ আজ তিনি রাষ্ট্রপতি প্রতিভা দেবি সিং পাতিলের সঙ্গে মিলিত হবেন৷ সাক্ষাৎ করবেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং উপ-রাষ্ট্রপতি হামিদ আন্সারি'র সঙ্গেও৷

প্রতিবেদন : অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা : দেবারতি গুহ