1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাভোসে শয়েবলে

২৪ জানুয়ারি ২০১৪

সুইজারল্যান্ডের ডাভোসে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অধিবেশন৷ সেখানে দেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি৷ আর জার্মান অর্থমন্ত্রী জানান, তাঁর দেশ ভারসাম্যপূর্ণ বাজেটের পক্ষে৷

https://p.dw.com/p/1AwTe
Schweiz Deutschland World Economic Forum 2014 Wolfgang Schäuble
জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলেছবি: Reuters

ডাভোসে ইরানের প্রেসিডেন্ট রোহানি বলেছেন, তাঁর বিশ্বাস ইরান আগামী তিন দশকের মধ্যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ তিনটি দেশের মধ্যে স্থান করে নেবে৷ এ লক্ষ্য বাস্তবায়নের জন্য তুরস্ক, ইরাক, রাশিয়া, পাকিস্তান এবং আফগানিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য, শিল্প এবং অর্থনৈতিক সম্পর্ক নতুন করে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি৷ রোহানি আরো জানান, বিশ্ব অর্থনৈতিক ফোরামের মাধ্যমে পশ্চিমা দেশগুলোর বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই ইরানের প্রধান লক্ষ্য৷

Davos Hassan Rouhani Rohani Weltwirtschaftsforum 23.1.2014
ইরানের প্রেসিডেন্ট রোহানিছবি: Reuters

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু মনে করেন, রোহানির বক্তব্য বিভ্রান্তিকর৷ নিজের ভাষণে তিনি বলেছেন, ‘‘হাসান রোহানি এমন অনেক কিছুই বলেন যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় না৷''

জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলেও যোগ দিয়েছেন এবারের বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে৷ শুক্রবার তাঁর কাছে অর্থনীতি বিষয়ে জার্মানির নতুন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চায় সাংবাদিকদের একটি প্যানেল৷ প্যানেলের প্রধান ছিলেন ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ৷ এক প্রশ্নের জবাবে জার্মান অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, নতুন সরকার আগামী বছরও ভারসাম্যপূর্ণ একটি বাজেট প্রণয়ন করবে৷ইউরো এলাকার ঋণ সংকটে জার্মানির অতীতের পদক্ষেপকে সমর্থন করে তিনি বলেন, জার্মানি সুশৃঙ্খল বাজেটকে অগ্রাধিকার দিয়েছে৷

Wolfgang Schäuble und Peter Limbourg DW Interview Davos 24.01.2014
জার্মান অর্থমন্ত্রীর সাক্ষাৎকার নিচ্ছেন ডিডাব্লিউ-র মহাপরিচালক পেটার লিমবুর্গছবি: DW/M. Kasper-Claridge

ডাভোসে বিশ্বনেত্রীবৃন্দের পাশাপাশি অনেক সমাজকর্মী এবং সমাজের বিভিন্ন স্তরের তরুণরাও অংশ নিচ্ছেন৷ বাংলাদেশ থেকে সম্মেলনে অংশ নিচ্ছেন ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ফজলে হাসান আবেদ৷ ব্র্যাক-এর স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষা এবং ঋণ দিয়ে দরিদ্রদের ভাগ্য পরিবর্তনে সহায়তার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘শিক্ষা খাতে বিনিয়োগ না করলে গরিব চিরকাল গরিবই থাকবে৷''

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য