1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভালবাসা দিবসে সঙ্গী হবে পোষা প্রাণী

৯ ফেব্রুয়ারি ২০১০

ভ্যালেন্টাইন্স ডে-র কথা বলতেই নারী-পুরুষের ভালবাসার ছবিটাই চোখে ভেসে ওঠে৷ আর এটাই আমাদের কাছে স্বাভাবিক৷

https://p.dw.com/p/LwmY
ভালবাসার চিরসঙ্গী গোলাপছবি: AP

সংবাদ সংস্থা রয়টার্স আর ইপসস ওয়েব সাইটের মধ্যমে ভালবাসা দিবস পালনের ওপর একটি অনলাইন জরিপ চালায়৷ এতে দেখা গেছে, গড়ে পাঁচ জনে একজন বলছেন ভালবাসা দিবসে তারা জীবনসঙ্গীর বদলে পোষা প্রাণীকেই সঙ্গী হিসেবে পেতে চান৷ এই সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে তারা বয়স এবং আয়কে চিহ্নিত করেছেন৷

তেইশটি দেশের চব্বিশ হাজার প্রাপ্ত বয়স্ক মানুষের ওপর এই সমীক্ষা চালানো হয়৷ আর তাতে ২১ শতাংশ মানুষ বলেছেন ১৪ ফ্রেবরুয়ারি এই বিশেষ দিনটি তারা পালন করবে তাদের পোষা প্রাণীর সাথে৷

Flash-Galerie Weiße Tiere Weißer Hund
ভালবাসা দিবসে জীবনসঙ্গীর বদলে পোষা প্রাণীকেই সঙ্গী হিসেবে পেতে চান অনেকেছবি: AP

সারা বিশ্বে ফরাসিরা সবচেয়ে রোমান্টিক জাতি হিসেবে পরিচিত৷ আর তাই মাত্র দশ শতাংশ ফরাসি এই বিশেষ দিনটি কাটাতে চান তাদের প্রিয় পোষা প্রাণীটির সাথে৷

ইপসোস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন রাইট জানান, ৩৫ বছর বয়সের নিচে যাদের বয়স তাদের মধ্যে ২৫ শতাংশ , ৩৫ থেকে ৫৪ বছর বয়সের মধ্যে ১৮ শতাংশ এবং ৫৫ বছরের বেশি বয়সিদের মধ্যে ১৪ শতাংশ তাদের সঙ্গী হিসেবে পোষা প্রিয় প্রাণীকে বেছে নিচ্ছেন ১৪ ফ্রেবরুয়ারি পালনের জন্য৷

সাধারণত যাদের আয় কম তারাই বেশি পোষা প্রাণীর দিকে ঝুঁকছেন৷ আর এদের সংখ্যা প্রায় ২৪ শতাংশ৷ আর মাঝামাঝি বা বেশি আয় করেন যারা তাদের মধ্যে এই সংখ্যা অপেক্ষাকৃত কম মাত্র ২০ শতাংশ৷ রাইট আরও জানান, সাধারণত পোষা প্রাণীর বিষয়টি নির্ভর করে বয়সের ওপর৷

Valentinstag im Iran mit Herzen
তবে ভালবাসার জনের জন্য উপহার কিনতে ব্যাস্ত এখনও অনেকেইছবি: picturealliance/dpa

তাছাড়া দেশ ভেদেও এই সংখ্যা ওঠা নামা করছে৷ ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পোষা প্রাণীকে জীবনসঙ্গীর বদলে বেছে নেয়া মানুষের সংখ্যা সবচেয়ে বেশি তুরস্কে৷ তুরস্কে শতকরা ৪৯ জন মানুষ ভালবাসা দিবস কাটাবেন সম্ভবত তাদের পোষা প্রিয় প্রাণীর সাথে৷ এর পরবর্তী স্থানেই রয়েছে ভারত৷ সেখানে এই হার ৪১ শতাংশ৷ এর পর যথাক্রমে জাপান ৩০ শতাংশ, চীন ২৯ শতাংশ, যুক্তরাষ্ট্রে ২৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ায় ২৫ শতাংশ৷

অন্য দিকে, যারা ভালবাসায় জীবনসঙ্গী বা সঙ্গিনীর স্থানটি আর কারও সাথেই ভাগ করতে চান না তাদের তালিকায় রয়েছে প্রথমেই ফ্রান্স৷ নব্বই শতাংশ ফরাসি পোষা প্রাণীর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে কাটাতে রাজি নয়৷ মেক্সিকোতে পোষা প্রাণীর সঙ্গে ভালোবাসা দিবস কাটাতে রাজি ১১ শতাংশ, নেদারল্যান্ডস এবং হাঙ্গেরিতে ১২ শতাংশ৷

রয়টার্স আর ইপসস-এর এই যৌথ অনলাইন জরিপে প্রতি দেশ থেকে এক হাজার মানুষ অংশ নেন৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক