1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভালো কাজে নিলাম!

২৩ আগস্ট ২০১৪

তারকা ফুটবলারের ব্যবহার করা পোশাক বা সব খেলোয়াড়ের অটোগ্রাফ সহ ক্লাবের জার্সি কে না চায়! অনেক জার্মান ফুটবলার ও ক্লাব এবার অনলাইন নিলামের মাধ্যমে সে সব বিক্রি করছেন – অবশ্যই ভালো কাজের জন্য৷

https://p.dw.com/p/1CzHJ
Fußball - 2. Bundesliga 1.FC Union Berlin - Fortuna Düsseldorf
ছবি: Imago

আজকাল ফুটবল মানেই বিশাল অঙ্কের অর্থের লেনদেন – বিশেষ করে ইউরোপের ক্লাব ফুটবল জগতে তো বটেই৷ খেলোয়াড় থেকে শুরু করে দর্শক – সবাই কোনো না কোনো ভাবে এর সঙ্গে জড়িত৷ খেলোয়াড়দের অবিশ্বাস্য অঙ্কের পারিশ্রমিক তো রয়েছেই৷ পে-টিভি-র মাধ্যমে অনেক দর্শকও খেলা দেখতে বাড়তি মাশুল দেন৷ কিন্তু সেই অর্থ কি সমাজের কাজে লাগে?

জার্মানির ফুটবল লিগ বুন্ডেসলিগা-র চলতি মরসুমের শুরুতে ক্লাব ও খেলোয়াড়রা এক অভিনব উপায়ে জনহিতকর কাজের জন্য অর্থ সংগ্রহ করছেন৷ ‘ইউনাইটেডচ্যারিটি ডট ডিই' নামের এক অনলাইন চ্যারিটি পরিষেবার নিলামে বিক্রি হচ্ছে বিখ্যাত খেলোয়াড়দের ব্যবহৃত সামগ্রী থেকে শুরু করে আরও আকর্ষণীয় পণ্য৷ রয়েছে কিছু অভিনব পরিষেবাও৷ যেমন তারকাদের সঙ্গে অনুশীলনের দুর্লভ সুযোগ৷

তালিকার দিকে নজর দিলে চোখে পড়বে বিখ্যাত তারকাদের নাম৷ যেমন কিনতে পারেন বায়ার্ন মিউনিখ দলের কোচ পেপ গুয়ার্দিওলার স্পোর্টস আউটফিট৷ অথবা বোরুসিয়া ডর্টমুন্ড ক্লাবের গোলকিপার রোমান ভাইডেনফেল্ডার-এর দস্তানা৷ অনেক ক্লাব তাদের জার্সিও বিক্রি করছে, যার উপর গোটা টিমের হাতে লেখা অটোগ্রাফ শোভা পাচ্ছে৷ অবশ্যই তার মধ্যে বায়ার্ন মিউনিখ দলের নতুন জার্সিও রয়েছে৷ ব্রাজিলের খেলোয়াড় পাউলো স্যার্জিও-র সঙ্গে ট্রেনিং-এ অংশ নিতে পারেন ২০ জন৷

ইউনাইটেডচ্যারিটি নামের এই অনলাইন পরিষেবার বিশেষত্ব হলো, তারা সংগৃহীত অর্থের পুরোটাই বিভিন্ন শিশু কল্যাণ সংগঠনকে পাঠিয়ে দেয়৷ যে ফাউন্ডেশন এটি চালায়, তার প্রতিষ্ঠাতা ডাগমার ও কার্লহাইনৎস ক্যোগেল সব দাপ্তরিক খরচ নিজেরাই বহন করেন৷ এখনো পর্যন্ত এই জনহিতকর উদ্যোগের মাধ্যমে প্রায় ৩৩ লক্ষ ৩০ হাজার ইউরো সংগৃহিত হয়েছে৷ বর্তমানে দেশে-বিদেশে অনেক বিশিষ্ট মানুষ ও প্রতিষ্ঠান এই ওয়েবসাইটের সঙ্গে সহযোগিতা করছেন৷

এসবি/ডিজি (ওটিএস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য