1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিন্নধারার বাংলা ব্লগ নিয়ে হাজির বিডিনিউজ

১১ ফেব্রুয়ারি ২০১১

বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চালু করছে এক ভিন্ন ধারার ব্লগ সাইট৷ ইতিমধ্যে পুরনো ব্লগকে ঘষেমেজে এক নতুন রূপ দিয়েছে সংস্থাটি৷ বর্তমান প্রচ্ছদটি বেশ নজরকাড়া৷

https://p.dw.com/p/10FVU
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/DW

গতানুগতিক ব্লগ থেকে খানিকটা বাইরে আসতে চাইছে বিডিনিউজের এই ব্লগ৷ এর মাধ্যমে নাগরিক সাংবাদিকতাকে উৎসাহিত করতে চায় এই অনলাইন পত্রিকাটি৷ এক প্রতিবেদনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই বিষয়ে জানায়, ‘‘নতুন এ ব্লগ সাইটে পডকাস্ট, স্থানীয় পর্যায় ভিত্তিক ওয়েব ও মোবাইল প্রযুক্তির সমন্বয় থাকবে৷''

ব্লগডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাইটটিতে লেখা, ছবি আর অডিও-ভিডিও'র চমৎকার সংমিশ্রণ ঘটানো হয়েছে৷ বাংলাদেশসহ বিশ্বের নানা দেশ থেকে ব্লগাররা সাইটটিতে তথ্য সন্নিবেশও করছেন৷ টোকিও থেকে ব্লগার মুকুট তুষারপাতের ছবি যোগ করেছেন এই ব্লগে৷ রয়েছে নবরূপের এই ব্লগ সম্পর্কে রিফাত হাসান-এর বিজ্ঞ মতামত৷ অন্যান্য কমিউনিটি বাংলা ব্লগ সাইটের মতো সব কারিগরি সুযোগ সুবিধাই যুক্ত করা হয়েছে বিডিনিউজের ব্লগে৷

Flash-Galerie Screenshot der Seite blog.bdnews24.com
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগছবি: blog.bdnews24.com

সাইটটির কর্তৃপক্ষ জানিয়েছেন, অন্য সব ফিচারের সঙ্গে এখানে মোবাইল থেকে ছবি আপলোড বা ধারণকৃত ভিডিও এবং অডিও সরাসরি সম্প্রচারের মাধ্যমে তাৎক্ষণিক ঘটনার প্রকাশ করার ব্যবস্থা থাকছে৷

উল্লেখ্য, বিশ্বব্যাপী কমিউনিটি মিডিয়ার গুরুত্ব ক্রমশই বাড়ছে৷ ফেসবুক, টুইটার, ব্লগ যেভাবে মিশরের মতো গণআন্দোলনকে বেগবান করছে, তেমনি সামাজিক বিভিন্ন সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছে এই মাধ্যম৷ আর বাংলাদেশে ব্লগের জনপ্রিয়তা বোঝানো যায়, একটি ছোট্ট পরিসংখ্যানে৷ ক্লিকের বিচারে বাংলাদেশের দ্বিতীয় জনপ্রিয় বাংলা ওয়েবসাইটটি একটি ব্লগ সাইট, নাম সামহোয়্যার ইন ব্লগ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন