1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিয়ার গোলে মঙ্গলরঙা স্পেন উড়িয়ে দিল পর্তুগালকে

৩০ জুন ২০১০

সমান সমান শক্তির খেলায় ৬৩ মিনিটে দাভিদ ভিয়ার একটামাত্র গোল শেষ করে দিল পর্তুগালের স্বপ্ন৷ মহাতারকা রোনাল্ডোর ব্যর্থ মুখ, স্পেনের দুর্দ্ধর্ষ ডিফেন্স আর পর্তুগালের আক্রমণহীন ফুটবল৷ তবুও, মনে রাখার মত ম্যাচ৷

https://p.dw.com/p/O6Ln
এবারেও সেই ভিয়া, গোল দেওয়ার পরের উচ্ছাসছবি: AP

রং থেরাপির খবর রাখেন কী ? মানে দিন অনুযায়ী শুভ রং এর ব্যাপার ? সেই থেরাপির বক্তব্য, মঙ্গলবারের শুভ রং হল লাল৷ তো, এই মঙ্গলবার স্পেন বনাম পর্তুগালের ম্যাচে স্পেনের জার্সিটা ছিল টকটকে লাল৷ সেই কারণেই কী এত জমাট ডিফেন্স? যেখান দিয়ে রোনাল্ডো তো দূরস্থান, পর্তুগালের মাছিটাও ঢুকতে পারল না একবারও সেভাবে৷ ডিফেন্স পর্তুগালেরও খারাপ ছিল বলা যাবে না, কিন্তু তারপরেও এই বিশ্বকাপে স্পেনের তুরুপের তাস দাভিদ ভিয়া ঠিক তেষট্টি মিনিটে পর্তুগালের জালে যে গোলটা জড়িয়ে গেলেন, সে গোল আর শোধ করতে পারল না পর্তুগাল৷

প্রবল রক্ষণাত্মক ফুটবল এবং ৪-৪-২ এর ছক৷ রক্ষণে বেশি শক্তি রেখে পর্তুগিজ কোচ কার্লোস কিরেজ চেষ্টা করে যাচ্ছিলেন, যেভাবেই হোক পাল্টা আক্রমণ থেকে গোল করে বিশ্বকাপে একটা নতুন ইতিহাস গড়ে দেবেন৷ দলে ছিল সিমাও, ছিল টিয়াগো, আলভেজ, পেপে এবং সবার ওপরে মহাতারকা ক্রিস্চিয়ানো রোনাল্ডো৷ কিন্তু আক্রমণের সেই অসামান্য সম্ভাবনা একবারও জ্বলে উঠল না পর্তুগাল দলে৷ যে দু একটা চেষ্টা করেছেন সিমাও, সেগুলোকে বেশ দাপট দিয়েই আটকে দিয়েছে স্পেনের ম্যাটাডোর ডিফেন্স৷ আর পুরো ম্যাচ জুড়ে ছোট ছোট পাস বাড়িয়ে, ওপর নীচে উঠেনেমে স্পেনের খেলা দেখাটাও ছিল একটা অভিজ্ঞতাই৷ সবচেয়ে চোখে পড়েছে মাঝমাঠের রাজা ইনিয়েস্তাকে আলাদা করে৷ ভিয়ার গোলটার পাসও এসেছে ইনিয়েস্তার কাছ থেকেই৷ মহামূল্যবান পাস৷

Fußball WM 2010 Spanien Portugal Flash-Galerie
খেলা শেষ, রোনাল্ডোদের বিদায় করে লাল স্পেনের আনন্দের হাসিছবি: AP

পর্তুগিজ কোচ কিরেজের স্বীকারোক্তি, স্পেন অসামান্য খেলে জিতেছে৷ আমরা পারিনি৷ পারেননি এই গ্রহের সবচেয়ে দামী ফুটবলার রোনাল্ডোও৷ রোনাল্ডোর ফ্রি কিক ব্যর্থ, প্রয়োজনীয় ম্যাচে জ্বলে ওঠা ব্যর্থ, অঘটন ঘটানোর ক্ষমতা ব্যর্থ৷ পর্তুগালে শোনা যাচ্ছে এরমধ্যেই রোনাল্ডোর ছবি ছেঁড়া শুরু হয়ে গেছে৷ গালাগালি দিতে মুখিয়ে উঠেছে মিডিয়া৷ আর স্পেনের কোচ দেল বস্কির মুখে চওড়া তৃপ্তির হাসি৷

দেল বস্কির স্পেন মোটের ওপর সেমিফাইনালেই দেখছে নিজেদের৷ কারণ, মঙ্গলবার প্যারাগুয়ে জাপানের ম্যাচে বোঝা গেছে এই প্যারাগুয়ে দলটা মধ্যবিত্ততায় আক্রান্ত৷ পর্তুগালকে উড়িয়ে দিয়ে রক্তের স্বাদ পাওয়া স্পেন তাদের ছিঁড়েখুঁড়ে দেবে যে তাতে কোন সন্দেহ রাখার কারণ নেই৷ সুতরাং সেমিফাইনালে এবার ইউরোপ সেরাদের জায়গাটা মোটের ওপর বাঁধা৷ মোদ্দা কথা এই বিশ্বকাপে লাল জার্সির ঝলক দেখা এখনও অনেকটাই বাকি৷

লাল৷ ওই যে রং থেরাপির কথা বলছিলাম গোড়ায়, সেই মঙ্গলের মঙ্গলই এখন স্পেনের সাফল্যের রং৷ শেষ পর্যন্ত সেটা বিশ্বকাপের দাবিদারদের কতদূর নিয়ে যায় দেখা যাক৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : সাগর সরওয়ার